সিলেটে ৩০ কার্টুন যৌন উত্তেজক ওষুধ-সিরাপ উদ্ধার

নিউজ ডেস্ক:
সিলেট নগরীর লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান যৌন উত্তেজক ঔষধ ও সিরাপ জব্দ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সিসিকের রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন।
লালদিঘীর পাড় এলাকার আনজুমা এন্টারপ্রাইজ নামের দোকানে বেআইনিভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক ঔষধ-সিরাপ বিক্রি করে আসছিলেন এর ব্যবসায়ী। সিসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দোকান থেকে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুমোদনবিহীন ৩০ কার্টন যৌন উত্তেজক ওষুধ জব্দ এবং আনজুমা এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা ও গাড়ি পার্কিং করার অপরাধে আরো ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা ও ১৬ হাজার টাকা জরিমানা করেণ সিসিকের ভ্রাম্যমান আদালত।
অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল ও সিসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Related News

আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহ.মাজার জিয়ারত করলেন আনোয়ারুজ্জামান
নিউজ ডেস্ক: আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী’র মাজার জিয়ারত করলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More

কিউরিয়াস ফর ট্যালেন্ট’র বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে তাহির আলী ও একলিমিয়া উচ্চ বিদ্যালয়
নাজমুল ইসলাম মকবুল: সিলেটের বিশ্বনাথে শিক্ষা মানোন্নয়নের পাশাপাশি মেধা অন্বেষনের লক্ষ্যে ‘সার্সিং মেরিটস’ শ্লোগানকে সামনেRead More