ভিসা ছাড়াও পোল্যান্ডে আশ্রয় পাবেন ইউক্রেনের বাংলাদেশিরা

নিউজ ডেস্ক:
ভিসা ছাড়াও পোল্যান্ডে ঢুকতে পারবেন ইউক্রেনের বাংলাদেশিরা। এক্ষেত্রে বৈধ পাসপোর্টধারীরা সীমান্ত রক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখিয়ে দেশটিতে আশ্রয় নিতে পারবেন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
দূতাবাস আরো জানিয়েছে, যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে আশ্রয় নিতে পারবেন। এছাড়া প্রত্যেক বাংলাদেশিকে ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সঙ্গে রাখতে অনুরোধ করেছে তারা।
ওয়ারশের বাংলাদেশ দূতাবাসের একটি দল শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পথে রওনা হবেন। ইউক্রেন থেকে পোল্যান্ডে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের তারা সহায়তা দেবেন।
রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ, পেট্রোলের অপ্রতুলতা এবং পথে অতিরিক্ত ট্রাফিক জ্যাম অব্যাহত আছে। তাই দেশটির সীমান্তের দূরবর্তী এলাকায় অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের রওনা হওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করার অনুরোধ জানানো হয়েছে।
Related News

ইসরাইলের সমালেচনা: ইলহান ওমরকে পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে অপসারণ
বিদেশবার্তা২৪ ডেস্ক: মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে মুসলিম কংগ্রেসওম্যান ইলহান ওমরকে অপসারণ করেছে রিপাবলিকানRead More

মাল্টার জলসীমানায় মিলল ৮ অভিবাসীর মরদেহ, জীবিত উদ্ধার ৪৬
বিদেশবার্তা২৪ ডেস্ক: মাল্টার জলসীমানা থেকে আট জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে ইতালির উপকূলরক্ষীরা এছাড়াও প্রায়Read More