ওমরাহ হোস্ট ভিসা বাতিল করেছে সৌদি

আর্ন্তজাতিক ডেস্ক:
ওমরাহ হোস্ট ভিসা বাতিল করেছে সৌদি আরব। হজ এবং ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এটি পুনরায় চালু করা হলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে।
ওমরাহ হোস্ট ভিসার মাধ্যমে প্রত্যেক নাগরিক এবং অধিবাসী সৌদি আরবের বাইরে থেকে ৩-৫ জন হজযাত্রী আনতে এবং হোস্ট করতে পারত।
আবসার প্লাটফর্ম নিশ্চিত করে যে, এই প্লাটফর্ম থেকে আর ওমরাহ হোস্ট ভিসা প্রদান করা হবে না। এ ব্যাপারে যেকোন প্রশ্নের উত্তরের জন্য হজ এবং ওমরাহ মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল এ ভিসার মান এবং প্রয়োজনীয়তা নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া চলছে। এরপর মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয় এটি বাতিল করা হয়েছে এবং কবে চালু করা হবে তার কোন নিশ্চয়তা নেই।
এটা উল্লেখযোগ্য যে ওমরাহ হোস্ট ভিসা নাগরিক এবং বাসিন্দাদের সৌদি আরবের বাইরে থেকে ওমরাহ পালনকারী কিছু নিয়ম মেনে, এবং ৩-৫ জন ওমরাহযাত্রীকে আনতে এবং হোস্ট করতে সক্ষম হতেন।
ওমরাহ হোস্ট ভিসা নাগরিকদের জন্য সিভিল স্ট্যাটাস রেজিস্ট্রির মাধ্যমে এবং বাসিন্দাদের জন্য রেসিডেন্সির মাধ্যমে জারি করা হত।
Related News

সিরীয় শরণার্থী মৃত্যু, হাঙ্গেরিকে ৪০ হাজার ইউরো জরিমানা ইইউ আদালতের
বিদেশবার্তা২৪ ডেস্ক: সিরীয় শরণার্থীর মৃত্যুর ঘটনায় হাঙ্গেরিকে প্রায় ৪০ হাজার ইউরো ক্ষতিপূরণ দিতে বলেছে ইউরোপীয়Read More

কোরআন পোড়ানোর জের, তুরস্কে কনস্যুলেট বন্ধ করছে ইউরোপীয়রা
আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তার কারণ দেখিয়ে জার্মানিসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ চলতি সপ্তাহে ইস্তাম্বুলে তাদের কনস্যুলেটRead More