সিলেটে শামসুদ্দিন ছাত্রাবাস দখল নিয়ে ছাত্রলীগ-শিবিরের উত্তেজনা

নিউজ ডেস্ক:
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের শহিদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসের দখল ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে এই সংঘর্ষ হয়।
জানা গেছে, শহীদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসে বুধবার রাতে শিবির নেতাকর্মীরা অবস্থান নেয়। তারা আধিপত্য বিস্তার করে এবং ছাত্রাবাসের ভেতর শক্তিবৃদ্ধি করে। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে পুলিশ ছাত্রাবাস তল্লাশির কথা রয়েছে। রাত দেড় টায় ছাত্রাবাস দখল নিয়ে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করেছে বলে জানা যায়। এরপর ছাত্রাবাস এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News

হবিগঞ্জের যন্ত্রপাতির সংকটে ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স
নিউজ ডেস্ক: হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি সংকটের কারণেRead More

পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, যুবক আটক
নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে জাহাঙ্গীর আলম নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলেRead More