অর্ধেকে নেমেছে ‘প্রবাসী আয়’

নিউজ ডেস্ক:
দেশে ব্যাংকিং চ্যালেনের মাধ্যমে ফেব্রুয়ারি মাসের প্রথম ১৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা ৬৮ কোটি ৫৪ লাখ ডলার বা প্রায় ৫ হাজার ৮৯৫ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত বছরের একই সময়ে তুলনায় প্রায় আর্ধেক।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বিদায়ী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ১৮ দিনে ১২৭ কোটি ৭৬ লাখ ডলার বা প্রায় ১০ হাজার ৮৬০ কোটি টাকা বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন।
কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ১৭ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৩২ লাখ ডলার বা প্রায় ১ হাজার ১৪৬ কোটি টাকা প্রবাসী আয় দেশে এসেছে। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫৩ কোটি ৬৮ লাখ ডলার বা প্রায় ৪ হাজার ৬১৬ কোটি টাকা প্রবাসী আয় এসেছে, এবং বিদেশি ব্যাংক ও এক বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে।
তবে ২০২১ সালে ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ২৯ কোটি ৫৬ লাখ ডলার বা ২ হাজার ৫৪২ কোটি টাকা প্রবাসী আয় এসেছিল। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯৫ কোটি ৬১ লাখ ডলার বা প্রায় ৮ হাজার ২২২ কোটি টাকা প্রবাসী আয় এসেছিল। বিদেশি ব্যাংক ও একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছিল ৫৭ লাখ ডলার ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, একক মাস হিসেবে জানুয়ারিতে ১৭০ কোটি ৪৪ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। যা আগের মাস ডিসেম্বরের চেয়ে ৭ কোটি ৩৮ লাখ ডলার বেশি। তবে এরপরও প্রবাসী আয়ের এই পরিমাণ আগের বছরের জানুয়ারির চেয়ে ২৫ কোটি ৭৫ লাখ ডলার বা ১৩ শতাংশ কম।
Related News

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট
নিউজ ডেস্ক: বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নিয়ে নিজেদের অবস্থান পরিস্কার করল যুক্তরাষ্ট্র। দেশটির হোয়াইটRead More

রোহিঙ্গা প্রত্যাবাসন শিগগিরই শুরুর আশাবাদ
নিউজ ডেস্ক: মিয়ানামারের সেনাবাহিনীর নির্যাতনে প্রাণ নিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের প্রত্যাবাসনRead More