লিবিয়া উপকূলে ২৪৫ অবৈধ অভিবাসী উদ্ধার

নিউজ ডেস্ক:
গত সপ্তাহে লিবিয়া উপকূলে ২৪৫ জন অবৈধ অভিবাসী উদ্ধারের কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)।
সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত সপ্তাহে লিবিয়ান উপকূলে ২৪৫ জন অবৈধ অভিবাসী উদ্ধারের পর লিবিয়ায় পাঠানো হয়েছে। ফেব্রুয়ারি ৬-১২ তারিখের মধ্যেই এসব অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
আওএম আরও বলেছে, বছরের শুরুতে ৩৪ জন অবৈধ অভিবাসী মারা গেছে এবং ৮৭ জন মধ্য ভূমধ্যসাগরীয় রুটে নিখোঁজ হয়েছেন।
চলতি বছর ২০২২ এ ১ হাজার ৭২১ জন অভিবাসী উদ্ধার এবং লিবিয়ায় পাঠানো হয়েছে। যাদের মধ্যে ১৫০ জন মহিলা এবং ৫৩ জন ছোট শিশু ছিল।
গেল বছর ( ২০২১) সালে মোট ৩২ হাজার ৪২৫ জন অবৈধ অভিবাসী উদ্ধার এবং লিবিয়ায় পাঠানো হয়। এছাড়াও ৬৬২ মারা যায় এবং ৮৯১ জন লিবিয়ান উপকূল মধ্য ভূমধ্যসাগরীয় রুটে নিখোঁজ হয়।
প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ায় নিরাপত্তাহীনতা এবং বিশৃঙ্খলা বেড়েছে। উত্তর আফ্রিকার দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার কেন্দ্রে পরিণত হয়েছে লিবিয়া।
Related News

গ্রিস উপকূলে নৌকাডুবি: তিনজনের মৃত্যু, নিখোঁজ অনেক
আন্তর্জাতিক ডেস্ক: গ্রিস লেসবস উপকূলে ফের নৌকাডুবির ঘটনায় অন্তত তিনজন মারা গেছেন। নিখোঁজ হয়েছেন আরোRead More

অভিবাসীদের আফ্রিকায় বিতাড়ন চায় জার্মানিও
আন্তর্জাতিক ডেস্ক: জার্মাানিতে থাকার অধিকার নেই এমন আশ্রয় প্রত্যাশীদের আফ্রিকার কোন দেশে স্থানান্তর করতে চায়Read More