ইতালিতে প্রতি তিনজন বিদেশির মধ্যে একজন গরিব

নিউজ ডেস্ক:
একটি গবেষণায় দেখা গেছে ইতালিতে জন্ম নেয়া মানুষের চেয়ে বিদেশিরা গরিব৷ করোনা মহামারির কারণে অভিবাসীরাও ভয়াবহভাবে দারিদ্যের মুখোমুখি হচ্ছে বলে একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে৷
ইনিশিয়েটিভস অ্যান্ড স্টাডিজ অন মাল্টি-এথনিসিটি ফাউন্ডেশন আইএসএমইউ এর সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন এর মূল বক্তব্য হল ইতালীয়দের তুলনায় বিদেশিরা বেশি গরিব এবং বেকার৷ ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত অভিবাসন বিষয়ক এই প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের মধ্যে বেকারত্বের হার ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বেড়েছে৷
ইতালির বিদেশিদের মধ্যে ২৯.৩ শতাংশ দারিদ্র্যের মধ্যে বাস করছে৷ অন্যদিকে, ইতালীয়দের মধ্যে এই হার ৭.৫ শতাংশ৷ ২০১৯ সালে ২৪.৪ শতাংশ বিদেশি পরিবার দারিদ্র্যের মধ্যে বসবাস করত, ২০২০ সালে সেটা দাঁড়িয়েছিল ২৬.৭ শতাংশে৷ ২০২১ সালের জানুয়ারিতে ইতালিতে নথিভুক্ত বিদেশির সংখ্যা ছিল ৫৭ লাখ ৫৬ হাজার৷ অবৈধ অভিবাসীর সংখ্যা ৫ লাখ ১৯ হাজার৷ ইতালির মোট জনসংখ্যার ১০ ভাগ এখন বিদেশি বলে জানিয়েছে আইএসএমইউ৷
রিপোর্টে বলা হয়েছে ২০১৮-২০১৯ এর তুলনায় করোনাকালে অভিবাসীদের মৃত্যুর হার ২৩ ভাগ বেড়েছে৷ করোনার ইতালীয়দের তুলনায় বিদেশিরা বেশি ভুক্তভোগী৷ সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে,করোনায় অসুস্থ এবং মৃত্যুর হার অভিবাসীদের মধ্যে বেশি৷ এর মূল কারণ অস্বাস্থ্যকর পরিবেশে থাকা এবং কাজ করা৷
২০২০ সালে ইতালির দক্ষ জনশক্তির ১০.৮ ভাগ বিদেশি নাগরিক ছিল৷ বিদেশি উদ্যোক্তাদের সংখ্যা বাড়লেও বেশিরভাগ বিদেশি শ্রমিক ইতালীয়দের তুলনায় অনেক কম পারিশ্রমিকে কাজ করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে৷
ইতালিতে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ১১ লাখ ৩৮ হাজার রুমানিয়ান, এরপর আলবেনীয় ৪ লাখ ১০ হাজার এবং মরোক্কোর নাগরিক ৪ লাখ ৮ হাজার৷
Related News

২০২৩ সালে ভূমধ্যসাগরে ২৫০০ অভিবাসী নিহত
নিউজ ডেস্ক: ২০২৩ সালে এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করার সময় দুইRead More

ওমরাহ পালনে নারীদের পোশাক নির্ধারণ করে দিল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরীফে ওমরাহ করতে যাওয়া নারীরা কী ধরণের পোশাকRead More