কোম্পানীগঞ্জে ১৭ কোটি টাকা ব্যয়ে সংস্কার হচ্ছে গুরুত্বপূর্ণ ৩টি রাস্তা

নিউজ ডেস্ক:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গুরুত্বপূর্ণ ভোলাগঞ্জ-দয়ারবাজারসহ তিনটি রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। ৫ কিলোমিটার দীর্ঘ পৃথক তিনটি রাস্তার সংস্কারে ব্যয় হবে প্রায় ১৭ কোটি টাকা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সোমবার আনুষ্ঠানিকভাবে এ তিনটি রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন।
নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: শাহ আলম জানান, বন্যা ও দুর্যোগ ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় নির্মিত হবে ভোলাগঞ্জ-দয়ারবাজার-ভাটরাই-হাদারপাড় জিসি সড়ক পুনর্বাসন কোম্পানীগঞ্জ অংশ। রাস্তাটির দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। এতে ব্যয় হবে ১৪ কোটি ৪৬ লাখ টাকা।
এছাড়া, গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় উপজেলা হেড কোয়ার্টার(আরএইচডি)-কাঁঠালবাড়ি-পাড়ুয়া বাজার জিসি সড়ক এবং হায়দরী বাজার (জিসি)-পিকে হাইস্কুল-দরাকুল(আরএইচডি) সড়ক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়িত হবে। এ দুটি রাস্তা সংস্কারে যথাক্রমে ২ কোটি ৭ লাখ টাকা এবং ৪৭ লাখ ২৬ হাজার টাকা ব্যয় হবে। উভয় রাস্তার দৈর্ঘ্য এক কিলোমিটার করে।
এলাকাবাসী জানান, ২০০৭-০৮ অর্থবছরে ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়কটি নির্মাণ ও পাকাকরণ হয়। এরপর দীর্ঘ তের বছরেও এই সড়কের কোনো কাজ করা হয়নি। মাঝে-মধ্যে স্থানীয়দের উদ্যোগে সড়কের বিভিন্ন অংশে বালু, ইট-পাথরের টুকরা ফেলা হয়। তাতে কিছুদিনের জন্য চলাচলের উপযোগী হলেও পুনরায় আগের অবস্থায় ফিরে আসে।
কোম্পানীগঞ্জ উপজেলা সদরের সঙ্গে পূর্ব ইসলামপুর ও উত্তর রনিখাই ইউনিয়নের অর্ধ লক্ষ মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। সড়কে পাথর বহনকারী বহু ট্রাক-ট্রাক্টরসহ সিএনজিচালিত অটোরিক্সা, মালবাহী পিকআপ ও মোটরসাইকেল চলাচল করে। এ রাস্তা দিয়ে কলাবাড়ি উচ্চবিদ্যালয় এবং ভাটরাই উচ্চবিদ্যালয় ও কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও চলাচল করতে হয়। কিন্তু, গত তের বছর ধরে রাস্তাটি সংস্কারবিহীন। এ কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। রাস্তা দিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সও চলাচল করতে পারে না বলে স্থানীয় বাসিন্দারা জানান। এ অবস্থায় এলজিইডি রাস্তাটি সংস্কারের পদক্ষেপ নিয়েছে। এতে স্থানীয়দের মাঝে স্বস্তি বিরাজ করছে।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More