হাত নেই তামান্নার, পিইসি, জেএসসি, এসএসসির পর এইচএসসিতেও জিপিএ ৫

নিউজ ডেস্ক:
পিইসি, জেএসসি ও এসএসসির পর এবার এইচএসসিতেও পা দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছেন শারীরিক প্রতিবন্ধী তামান্না আক্তার। এ বছর যশোর শিক্ষা বোর্ডের বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন তিনি।
জন্ম থেকে ২ হাত ও এক পা না নেই তামান্নার। এক পা-ই তার একমাত্র অবলম্বন। কিন্তু অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে সেই পা দিয়ে লিখেই লক্ষ্যেপূরণের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি।
তামান্নার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে। তামান্নার বাবা রওশন আলী স্থানীয় ছোট পোদাউলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক। মা পারভীন শিল্পী গৃহিণী। তাদের ৩ সন্তানের মধ্যে তামান্না সবার বড়।
শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি পরিবারের আর্থিক অভাব-অনটনও তামান্নার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বহুবার। তবে সব বাধা ঠেলেই সামনে এগিয়ে যাচ্ছেন তিনি। এখন লক্ষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে নেওয়া।
তামান্না বলেন, ‘আমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হওয়া। পরিবারের আর্থিক অনটনে সেটা কতটা সম্ভব, তা জানি না। তবে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছি।’
Related News

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রার দিনক্ষণRead More

বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More