সিলেটে অজ্ঞাতনামা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:
সিলেট সদর উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মাহমুদাবাদ আবাসিক এলাকার ইশ্রাফিল মাস্টারের টিনসেড কলোনির একটি কক্ষ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। কক্ষটি ভেতর থেকে বন্ধ করা ছিল।
পুলিশ জানায়- রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় বাসিন্দা মো. ইশ্রাফিল বিষয়টি এসএমপির জালালাবাদ থানা পুলিশকে অবহিত করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কলোনির মালিক, তত্ত্বাবধায়কের উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অজ্ঞাতনামা যুবকের মৃতদেহের ফিঙ্গার প্রিন্ট ছাড়াও অন্যান্য আলামত সংগ্রহ করার জন্য সিআইডি ও পিবিআইকে জানানো হয়েছে। এ ঘটনায় জালালাবাদ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএম আশরাফ উল্ল্যাহ তাহের।
Related News

হবিগঞ্জের যন্ত্রপাতির সংকটে ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স
নিউজ ডেস্ক: হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি সংকটের কারণেRead More

পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, যুবক আটক
নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে জাহাঙ্গীর আলম নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলেRead More