সার্বিয়ার উত্তরাঞ্চলে কয়েকশ অভিবাসীর পথরোধ পুলিশের
নিউজ ডেস্ক:
অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে সার্বিয়ার উত্তরাঞ্চলে অবস্থানরত কয়েকশ অভিবাসীকে বিভিন্ন ক্যাম্পে নিয়ে গেছে পুলিশ৷ স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে৷
সোমবার সার্বিয়ার উত্তরাঞ্চলে পরিচালিত এক বিস্তৃত অভিযানে সীমান্ত অভিমুখী কয়েকশ অনিয়মিত অভিবাসীকে বাধা দিয়েছে পুলিশ৷ হাঙ্গেরি, রোমানিয়া ও ক্রোয়েশিয়া সীমান্ত সংলগ্ন দেশটির কিকিন্দা, সাবোটিকা ও সোম্বার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়৷ খবর ইনফোমাইগ্রেন্টসের
স্থানীয় সংবাদপত্র এই তথ্য প্রকাশ করলেও ঠিক কতজন অভিবাসী পুলিশের বাধার মুখে পড়েছেন তা জানা যায়নি৷ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ভুলিন অভিযান পরিচালনা করা এলাকা পরিদর্শন করেছেন৷ অভিযানের সময় আটক করা সব অভিবাসীকে বিভিন্ন শরণার্থী শিবিরে স্থানান্তর করা হয়েছে৷
স্থানীয় সংবাদমাধ্যমকে ভুলিন জানিয়েছেন, স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অভিবাসীদের সম্মানজনকভাবে অবস্থানের সুযোগ দিতে ও মানবপাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ডরোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে৷ সার্বিয়া অভিবাসীদের ‘পার্কিং লট’ হবে না বলেও তিনি মন্তব্য করেছেন৷
এদিকে, বেলগ্রেড থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো জানাচ্ছে যে সার্বিয়ার সঙ্গে সীমান্তে নজরদারি বাড়াতে হাঙ্গেরির পুলিশ বাহিনীকে সহায়তার উদ্দেশ্যে সেদেশে সপ্তাহান্তে আরো ৪০জন পুলিশ সদস্য পাঠিয়েছে চেক প্রজাতন্ত্র৷
Related News
মিশিগানে সৈয়দপুর কমিউনিটির আত্মপ্রকাশ, ১১ সদস্যের কমিটি ঘোষণা
মিশিগানে সৈয়দপুর কমিউনিটির আত্মপ্রকাশ, ১১ সদস্যের কমিটি ঘোষণা সৈয়দ শিব্বির আহমেদকে সভাপতি ও সৈয়দ ইয়াহিয়াকেRead More
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশু নিহত
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশু নিহত সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে স্কুল পড়ুয়াRead More