পীর হাবিবুর রহমানের মরদেহ সোমবার সুনামগঞ্জে দাফন

নিউজ ডেস্ক:
না ফেরার দেশে চলে গেছেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৮ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পীর হাবিবুর রহমানের মরদেহ আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) তাঁর উত্তরাস্থ বাসায় নেওয়া হবে। বাদ এশা উত্তরা চার নম্বর সেক্টরের পার্ক মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আগামীকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হবে। বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পীর হাবিবুর রহমানের মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেওয়া হবে। বেলা তিনটায় মরদেহ তার প্রিয় কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে নেওয়া হবে।
আগামী সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে পীর হাবিবুর রহমানের মরদেহ। বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন পীর হাবিবুর রহমান।
Related News

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট
নিউজ ডেস্ক: বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নিয়ে নিজেদের অবস্থান পরিস্কার করল যুক্তরাষ্ট্র। দেশটির হোয়াইটRead More

রোহিঙ্গা প্রত্যাবাসন শিগগিরই শুরুর আশাবাদ
নিউজ ডেস্ক: মিয়ানামারের সেনাবাহিনীর নির্যাতনে প্রাণ নিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের প্রত্যাবাসনRead More