দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় সিলেটী যুবক নিহত

নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার নর্দান কেপ প্রদেশের আফিংটন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আকবর হোসেন নামের এক বাংলাদেশি। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে ।
সড়ক দুর্ঘটনায় নিহত আকবর হোসেন সিলেটের বাসিন্দা ও নগরীর কুশিঘাট এলাকার আলাওর রহমানের ছেলে।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী সাংবাদিক এহসান মাহমুদ হাসান জানান, দোকানের মালামাল ক্রয় করে আসার পথে দুর্ঘটনায় পতিত হন আকবর এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রায় ২১ বছর ধরে তিনি সেখানে বসবাস করে আসছিলেন।
আকবর স্ত্রী ও ৫ বছর বয়সী এক মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা স্থানীয় মসজিদে জানাযার পর লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
Related News

বিয়ের ১৪ বছর পর স্বামী জানলেন স্ত্রী বাংলাদেশি: অতঃপর…
নিউজ ডেস্ক: ভারতের কলকাতার তিলজালা এলাকার বাসিন্দা এক ব্যবসায়ী ১৪ বছর পর জানতে পেরেছেন তাঁরRead More

যুক্তরাষ্ট্রে অস্ত্র মামলায় বাংলাদেশির ১৪ মাসের কারাদণ্ড
নিউজ ডেস্ক: গুয়াম এবং উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের (এনএমআই) জেলার অ্যাটর্নি শন এন অ্যান্ডারসন এই রায়Read More