রিং আইডির টাকা ফেরতের দাবিতে শাহবাগে এজেন্ট-ইউজারদের মানববন্ধন
শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে একদল লোক, তারা এসেছে দাবি আদায়ে। হাতে ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছে মানববন্ধনে। রিং আইডির ব্যাংক অ্যাকাউন্ট ডিফ্রিজ, এজেন্টদের হয়রানি বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নিয়ে এসেছেন তারা। রিং আইডির এজেন্ট ও ইউজার ফোরামের ব্যানারে তারা এসব দাবি আদায়ে কর্মসূচি পালন করছেন।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় দাঁড়িয়ে এ মানববন্ধনে অংশ নিয়েছেন তারা।
মানববন্ধনে রিং আইডির এজেন্ট ও গ্রাহকরা বলেন, রিং আইডি লাখো বেকারদের কর্মসংস্থান। তাই রিং আইডির ব্যাংক অ্যাকাউন্ট ডিফ্রিজ ও এজেন্টদের হয়রানি বন্ধ করতে হবে। আমরা ঋণগ্রস্ত, আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমাদের টাকা সরকারের হস্তক্ষেপে ফেরত চাই। রিং আইডির বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেওয়ার দাবিতে আমরা আজ দূর-দূরান্ত থেকে এসে মানববন্ধনে দাঁড়িয়েছি।
তারা আরও বলেন, এখানে যারা বিনিয়োগ করেছে, তারা বেশির ভাগই বেকার বা শিক্ষার্থী। রিং আইডি থেকে আমরা যা আয় করতাম তা বন্ধ হয়ে গেছে। এটা আমাদের আয়ের উৎস ছিল। আমাদের একটিই দাবি, আমরা রিং আইডি ফেরত চাই। আমরা সবাই বিভিন্নভাবে লোন করে, গরু বিক্রি করে বিভিন্ন কিছু বিক্রি করে এখানে বিনিয়োগ করেছি। আমাদের দাবি মানতে হবে। আমাদের আয়ের পথ ফিরিয়ে দিয়ে রিং আইডির টাকা ফেরত দিতে হবে। সেই সঙ্গে আমরা সাইফুল স্যারেরও মুক্তি চাই এবং ব্যাংকের হিসাব খুলে দেওয়ার দাবি জানাই।
মানববন্ধনে অংশ নেওয়া এজেন্ট ও ইউজাররা হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে মুখরিত করে রেখেছেন শাহবাগ চত্বর। তাদের প্ল্যাকার্ডে লেখা- আমাদের টাকা সরকারের হস্তক্ষেপে ফেরত চাই, রিং আইডির টাকা ফেরত দিতে হবে, রিং আইডি লাখো বেকারের কর্মসংস্থান, আমরা ঋণগ্রস্ত, আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই, রিং আইডির টাকা ফেরত দেও নইলে বিষ দেও।
মানববন্ধনে রিং আইডির এজেন্ট ও ইউজারদের পক্ষ অংশ নিয়েছেন রাহুল আহমেদ, আহসান হাবীব, সুজন আহমেদ, সজল, মশিউর রহমান, সাজ্জাদ হোসেনসহ প্রায় দেড় শতাধিক গ্রাহক।
Related News
অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ দ. কোরিয়া
অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ দ. কোরিয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেRead More
সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং থাকবে: সেনাপ্রধান
সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং থাকবে: সেনাপ্রধান ঢাকা: জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশRead More