আত্মহত্যা সম্পর্কে যা বলে ইসলাম
মুহাম্মদ মিনহাজ উদ্দিন:
আত্মহত্যার সংখ্যা ইদানিং বহু গুণে বেড়ে গেছে। প্রায় সময় সংবাদমাধ্যমে আত্মহত্যার খবর পাওয়া যায়। বলার অপেক্ষা রাখে না যে, আত্মহত্যার পথ বেছে নেওয়া কোনো সমাধান নয়; বরং সমস্যা তৈরির নতুন পথ।
আত্মহত্যা শুধু একটি জীবনকে শেষ করে দেয় না। বরং একটি পরিবার, সমাজ, রাষ্ট্র এমনকি পুরো মানবজাতিকে হুমকির ভেতর ফেলে দেয়। বিভিন্ন জরিপে দেখা গেছে, বিশ্বে সবচেয়ে বেশি আত্মহত্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৩তম। দক্ষিণ এশিয়ায় দশম। প্রতি বছরই আত্মহত্যার ঘটনা বাড়ছে এবং গড়ে প্রতিদিন ৩০ জন করে আত্মহত্যা করছে।
বিশেষজ্ঞদের মতে, আত্মহত্যার পেছনে অন্যতম কারণগুলো হলো- মানসিক হতাশা ও বিষণ্ণতা, দাম্পত্যজীবনে কলহ কিংবা যেকোনো সম্পর্কে অনৈক্য, দারিদ্র্য, বেকারত্ব, মানসিক স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতা ও পারিপার্শ্বিক অসহযোগিতা।
আত্মহত্যার প্রবণতা কমিয়ে আনতে কিংবা বন্ধ করতে উপযুক্ত উদ্যোগ নেওয়া জরুরি। নৈতিক মূল্যবোধ-সংক্রান্ত শিক্ষার বিস্তারও বেশ গুরুত্বপূর্ণ। ব্যক্তিজীবনে নৈতিক মূল্যবোধের বাস্তবায়ন না হলে কোনো উপায়েই এসব সমস্যার সমাধান সম্ভব নয়।
আত্মহত্যা রোধে ইসলাম যা বলে
ভয়ংকর এক সামাজিক ব্যাধি আত্মহত্যা। ইসলামে আত্মহত্যা হারাম ও কবিরা গুনাহ। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা এ ঘৃণ্য কাজ থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন। ইরশাদ হচ্ছে, ‘তোমরা নিজেদের হাতে নিজেদের জীবন ধ্বংসের মুখে ফেলো না।’ (সুরা বাকারা, আয়াত : ১৯৫)
আত্মহত্যা রোধে ইসলাম সতর্ক করেছে। বিভিন্ন শাস্তির কথা উল্লেখ করেছে। আত্মহত্যাকে স্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা তোমাদের নিজেদের হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর করুণাময়।’ (সুরা নিসা, আয়াত : ২৯)
জুনদুব ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘তোমাদের পূর্বেকার এক লোক আহত হয়ে সে ব্যথা সহ্য করতে পারেনি। তাই একটি চাকু দিয়ে নিজের হাত নিজেই কেটে ফেলে। এরপর রক্তক্ষরণের কারণে মারা যায়। আল্লাহ বলেন, আমার বান্দা নিজেকে হত্যা করার ব্যাপারে বড় তাড়াহুড়ো করে ফেলেছে। তাই আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম।’ (বুখারি, হাদিস : ৩২৭৬; মুসলিম, হাদিস : ১১৩)
আত্মহত্যাকারী জাহান্নামে যাবে
আত্মহত্যাকারীর গন্তব্য জাহান্নাম। তাই যত কষ্ট-যাতনাই আসুক আল্লাহর দেওয়া জীবন শেষ করার অধিকার কারও নেই। আত্মহত্যার ব্যাপারে রাসুল (সা.) বিশেষভাবে হুঁশিয়ারি দিয়েছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে, জাহান্নামেও তার সেই যন্ত্রণাকে অব্যাহত রাখা হবে। আর যে ব্যক্তি ধারালো কোনো কিছু দিয়ে আত্মহত্যা করবে, তার সেই যন্ত্রণাকেও জাহান্নামে অব্যাহত রাখা হবে।’ (বুখারি, হাদিস : ৪৪৬)
আরেক হাদিসে রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে, সে জাহান্নামের আগুনে স্থায়ীভাবে পাহাড় থেকে পড়ার অনুরূপ শাস্তি ভোগ করতে থাকবে। যে ব্যক্তি বিষপানে আত্মহত্যা করবে, সে স্থায়ীভাবে জাহান্নামের আগুনে বিষপানের আজাব ভোগ করতে থাকবে। আর যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যা করবে, সে চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুনে তা দ্বারা শাস্তি ভোগ করতে থাকবে। (বুখারি, হাদিস : ৫৭৭৮)
ছাবিত বিন জিহাক (রা.) থেকে বর্ণিত হাদিসে মহানবী (সা.) বলেন : ‘যে ব্যক্তি দুনিয়াতে কোনো বস্তু দিয়ে নিজেকে হত্যা করবে, কিয়ামতের দিন তাকে সে বস্তু দিয়েই শাস্তি প্রদান করা হবে।’ (বুখারি, হাদিস : ৫৭০০; মুসলিম, হাদিস : ১১০)
আত্মহত্যাকারী বহু ক্ষতি ঢেকে আনে
জীবনে হতাশা, দুঃখ ও নৈরাশ্য আসবে। তবে তখন ধৈর্য ধারণ করতে হবে। শয়তানের ফাঁদে পা দিয়ে নিজেকে শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। বরং দুঃসময়ে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ইসতিগফার করতে হবে। নিজের গুনাহের জন্য আল্লাহর দরবারে কায়মনোবাক্যে ক্ষমা চাইতে হবে। সুখ-দুঃখের মালিক তিনিই। তার কাছে সুখের দোয়া করতে হবে। দুঃখের পর একদিন সুখ আসবেই। আল্লাহ বলেন, ‘অবশ্যই দুঃখের সঙ্গে সুখ আছে।’ (সুরা ইনশিরাহ, আয়াত : ৬)
আত্মহত্যাকারী শুধু নিজের ক্ষতিই করে না বরং নিজের পরিবার, নিকটাত্মীয় ও বন্ধু-বান্ধব সবাইকেই ক্ষতির মুখে ঠেলে দেয়। তাই আত্মহত্যার শাস্তি ভয়াবহ। ইসলামি অনুশাসনে যারা বিশ্বাসী এবং সে আলোকে নিজেদের জীবন পরিচালনা করেন, তারা আত্মহত্যা করে কখনো নিজেদের পরকালীন জীবনে জাহান্নামে নিশ্চিত করতে চাইবেন না— এটাই স্বাভাবিক। আর আমাদের জানা মতো অন্য কোনো ধর্মও আত্মহত্যাকে সমর্থন করে না।
সুতরাং বাস্তবজীবনে ধর্মীয় শিক্ষার পাশাপাশি যদি মানবীয় মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয় করা যায়, তাহলে এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার প্রসারতায় বিভিন্ন মাধ্যমকেও কাজে লাগানো জরুরি। যেমন প্রত্যেক মসজিদের জুমার খুতবায় ও ওয়াজ মাহফিলে এসব সমস্যা থেকে উত্তরণে ইসলামের শিক্ষা সুস্পষ্ট এবং বোধগম্যভাবে উপস্থাপন আবশ্যক। পাশাপাশি সরকারি ও বেসরকারি গণমাধ্যমে আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করাও প্রাসঙ্গিক।
Related News
দান করে ছবি তোলা যাবে? ইসলাম কী বলে
দান করে ছবি তোলা যাবে? ইসলাম কী বলে বিপদ-আপদে মানুষের পাশে মানুষ দাঁড়ায়, সহযোগিতায় এগিয়েRead More
সামান্য নেক আমলও পরকালে যেভাবে মুক্তি দেবে
সামান্য নেক আমলও পরকালে যেভাবে মুক্তি দেবে একজন মুসলমানের পূর্ণাঙ্গ জীবন বিধান পবিত্র গ্রন্থ আলRead More