সিলেটের প্রখ্যাত আলেম মাসউদ আহমদের ইন্তেকাল

নিউজ ডেস্ক:
সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া কওমিয়া দারুসসুন্নাহ গলমুকাপন মাদ্রাসার ছদরে মুহতামিম ও শায়খুল হাদিস, বর্ষীয়ান আলেমেদ্বীন মুফতী মাসরুর আহমদ বুরহানের পিতা আল্লামা মাসউদ আহমদ (বাঘার হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।
২ ফেব্রুয়ারি (বুধবার) ভোর সাড়ে ৬টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছেলে মুফতী মাসরূর আহমদ বুরহান।
শতবর্ষী এই আলেম ঐতিহ্যবাহী জামেয়া গহরপুরের প্রথম নাজিমে তালিমাতের (শিক্ষাসচিব) দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৬৭ বছর ধওে তিনি কোরআন হাদিসের দারস দিয়ে আসছিলেন। মৃত্যু পর্যন্ত তিনি দু’টি মাদরাসায় সহীহ বুখারী দারস প্রদান করেছেন।
দেশজুড়ে শায়খুল হাদিস হাফিজ মাসউদ আহমদ বাঘার হুজুরের অসংখ্য হাদিসের ছাত্র রয়েছেন।
মরহুমের নামাজে জানাযা বুধবার বিকেল ৩টায় তার নিজ কর্মস্থল জামেয়া ইসলামিয়া কওমিয়া দারুসসুন্নাহ গলমুকাপন মাদরাসার পূর্বের মাঠে অনুষ্ঠিত হবে।
শায়খ মাসউদ আহমদ বাঘার হুজুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর পরিবার ও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ছাত্র-সাগরেদ ও ভক্তবৃন্দ।
Related News

সকাল-সন্ধ্যা যে দোয়া পড়তে বলেছেন নবীজী (সা.)
নিউজ ডেস্ক: সকাল থেকে সন্ধ্যা মানুষ মহান আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করে। এসব নিয়ামতের যথাযথRead More

ঢাকায় জমজমের পানি বিক্রি বন্ধের নির্দেশ
নিউজ ডেস্ক: ঢাকায় মক্কার পবিত্র জমজমের পানি বিক্রি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জাতীয় ভোক্তাRead More