করোনা আক্রান্ত হয়ে যা বললেন ট্রুডো
নিউজ ডেস্ক:
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। সোমবার এ তথ্য জানিয়ে তিনি বলেন যে. তিনি ভাল আছেন এবং স্বাস্থ্যবিধি মেনে দূর থেকে তার কাজ চালিয়ে যাবেন।
গত সপ্তাহে তার এক সন্তান কোভিড পজেটিভ হবার পর থেকেই আলাদা থাকতে শুরু করেন ট্রুডো। কিন্তু সেই সময়ে কোভিড টেস্ট করালে, নেগেটিভ রেজাল্ট এসেছিল বলে তিনি কানাডিয়ান প্রেসকে বলেন।
ট্রুডো টুইট করে জানান, “আজ সকালে, আমি কোভিড পজেটিভ পরীক্ষা করেছি। আমি ভাল বোধ করছি – এবং আমি জনস্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করে এই সপ্তাহে দূর থেকে কাজ চালিয়ে যাব”।
ফলে শীতকালীন বিরতির পরে আগামী সোমবার সংসদের অধিবেশন শুরু হলে, তাতে তিনি সরাসরি যোগদান করতে পারবেন না, দূর থেকে যোগ দেবেন।
এর আগে, ২০২০ সালের মার্চ মাসে মহামারীর শুরুতে তার স্ত্রী সোফির কোভিড পজেটিভ ধরা পড়লে, দুই সপ্তাহের জন্য আলাদা ছিলেন ট্রুডো।
অন্যান্য পশ্চিমা বিশ্বের নেতারা যারা অতীতে করোনভাইরাস সংক্রামিত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, যারা দু’জনেই ২০২০ সালে অসুস্থ হয়ে পড়েছিলেন।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More