দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক:
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) দুবাইয়ের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আশরাফ আলী কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের ইসমাইল আলীর ছেলে।
নিহত আশরাফ আলীর ভাই মো. ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, তার ভাই গত ১৫ দিন আগে দুবাইয়ে পাড়ি জমান। সেখানে যাওয়ার পর গত বৃহস্পতিবার বিকেলে আশারাফ আলী এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আশরাফ আলীর অকাল মৃত্যুতে পরিবার এবং দেশটির বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আশরাফ আলীর ১৮ মাসের একজন কন্যা সন্তান রয়েছে।
Related News

এক প্রেমিকার আত্মহত্যার চেষ্টা, আরেক পরকিয়া প্রেমিক শ্রীঘরে
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে একই দিনে বিয়ের দাবিতে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা ও অন্যদিকে পরকিয়ার ঘটনায়Read More

নগরীতে বেপরোয়া অপরাধীরা
নিউজ ডেস্ক: নগরীতে একদিকে চলছে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের জমজমাট প্রচারণা, অন্যদিকে হঠাৎ করেRead More