সন্দেহের কারণে সাহু সিজদা দেওয়া যাবে কি?

ধর্ম ডেস্ক:
নামাজে অনেক ভুল হয়— এটা মনে করে যদি কেউ প্রতি নামাজে সাহু সিজদা দেয়, তাহলে কি নামাজ ভুল হবে? কিংবা নামাজে কোনো অসুবিধা হবে? একটু জানালে ভালো হয়।
এ প্রশ্নের উত্তর হলো- নামাজের মধ্যে ভুল হয়েছে— এমন সন্দেহ নিয়ে সাহু সিজদার কোনো নিয়ম নেই। নিশ্চিতভাবে যদি ধারণা হয় বা প্রবল ধারলা হয় যে, কোনো ওয়াজিব ছুটে গেছে কিংবা ফরজের ধারাবাহিকতায় কোনো ব্যঘাত ঘটেছে— তাহলে মূলত তখনই সাহু সিজদা ওয়াজিব হবে। (ফাতাওয়ায়ে দারুল উলুম, খণ্ড : ০৪, পৃষ্ঠা : ৫৯)
সাহু সিজদা দেওয়ার নিয়ম
সাহু সিজদার সঠিক পদ্ধতি হচ্ছে— সাহু সিজদা যার ওপর ওয়াজিব হয়েছে, সে শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে ডান দিকে এক সালাম ফেরাবে। এরপর তাকবির বলে নামাজের মতো দুইটি সিজদা করে বসে যাবে এবং তাশাহহুদ, দরুদ, দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফেরাবে। সালামের আগে সিজদা করলে নামাজ হয়ে যাবে। তবে তা মাকরুহে তানজিহি। (মুসনাদে আহমদ, হাদিস : ১৮১৮৮; বুখারি, হাদিস : ১১৫০-১১৫৩; তিরমিজি, হাদিস : ৩৬১)
Related News

হজের খুতবা সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায়
ইসলাম ডেস্ক: পবিত্র হজের খুতবা এবার বাংলাসহ ১৪টি ভাষায় সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভRead More

যিলহজ্ব মাসের প্রথম দশকের বিশেষ আমল: আমাদের করণীয়
যিলহজ্বের মাসের প্রথম দশকের বিশেষ আমল : আমাদের করণীয় ফাহাদ মারুফ: যিলহজ্বের প্রথম দশকের বিশেষRead More