পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক:
করোনা টিকার বুস্টা ডোজ নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া মন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেনেরও কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।
সোমবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তার সহধর্মিণীর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’
এর আগে ২০২০ সালের নভেম্বরে তিনি একবার করোনা আক্রান্ত হন। এছাড়া ২০২১ সালের ১৯ ডিসেম্বর তিনি টিকার বুস্টার ডোজ নিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রটোকলের একাধিক কর্মকর্তার করোনা শনাক্ত হয়। তারা সবাই মোটামুটি সুস্থ। প্রাথমিক কিছু উপসর্গ থাকায় মন্ত্রীর করোনা পরীক্ষা করানো হয়। এতে তারও পজিটিভ রিপোর্ট এলো।
Related News

সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নিতে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন মার্কিনRead More

শাহজালালে ১২০টি স্বর্ণের বারসহ বাসচালক আটক
বিদেশবার্তা২৪ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২০টি স্বর্ণের বারসহ মো. হারুনুর রশীদ (৩৯) নামেRead More