মাফুসি জেলের কারাবন্দিদের বস্ত্র দিল বাংলাদেশ দূতাবাস

প্রবাস নিউজ:
মালদ্বীপের মাফুসি জেলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি বন্দিদের জন্য পরিধেয় বস্ত্র দিয়েছে সেখানকার বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (২৮ জানুয়ারি হাইকমিশন এর পক্ষ হতে পরিধেয় বস্ত্র মালদ্বীপের কারেকশনাল সার্ভিসের নিকট হস্তান্তর করেন দেশটিতে অবস্তিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. সোহেল পারভেজ। এসময় হাইকমিশনের ওয়েলফেয়ার এসিসটেন্ট ও কারেকশনাল সার্ভিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় দূতাবাসের প্রথম সচিব মো সোহেল পারভেজ মালদ্বীপের কারাগারে প্রবাসী বাংলাদেশি বন্দিদের বিষয়ে খোঁজ নেন এবং করোনা ভাইরাসে আক্রান্ত বন্দিদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
উল্লেখ্য, এর আগে ১৮ সেপ্টেম্বর মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান মালদ্বীপের কমিশনার অব প্রিজন আহমেদ মোহাম্মদ ফুলহুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গত ০৩ নভেম্বর রাজধানী মালের জেলখানায় অবস্থিত বাংলাদেশ প্রবাসী কারা বন্দিদের জন্য দূতাবাসের পক্ষ থেকে পরিদয় বস্ত্র কারা কর্তৃপপক্ষের কাছে হস্তন্তর করা হয়।
Related News

মৃত্যুর ৫ দিন পর দেশে এলো দুবাই প্রবাসী মামুনের মরদেহ
নিউজ ডেস্ক: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পাঁচ দিন পর দুবাই প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আলRead More

বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই
নিউজ ডেস্ক: বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে ডিপ্লোম্যাটিক ও সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারী ব্যক্তিগণের ক্ষেত্রে ভিসা অব্যাহতি সংক্রান্তRead More