কোরআন পড়ে ‘প্রশান্তি অনুভব’, ব্রিটিশ তরুণীর ইসলাম গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক:
কোরআন পড়ে ‘প্রশান্তি অনুভব’, ব্রিটিশ তরুণীর ইসলাম গ্রহণ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রিটিশ এই তরুণী
খ্রিস্টান তরুণী গ্যাব্রিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলমা ধর্ম গ্রহণের পর নাম ফাতেমা নাম বেছে নিয়েছেন যুক্তরাজ্যের ২২ বছর বয়সী এই তরুণী।
পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, লন্ডনের ইসলামি কেন্দ্রে নবী নন্দিনী হজরত ফাতেমা জাহরা (আ.)-এর জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি মুসলমান হওয়ার ঘোষণা দেন।
ফাতেমা নামটি বেছে নেওয়ার পর তিনি বলেন, ‘এই নামটি নিজের জন্য বেছে নিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। ’
ব্রিটিশ এই তরুণী বলেন, তিনি প্রথম দিন কোরআন পড়ার পর নিজের মধ্যে প্রশান্তি অনুভব করেন। পবিত্র কোরআন তার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছে। কোরআনে শান্তির বার্তা রয়েছে বলেও জানান তিনি।
ফাতেমা আরও বলেন, সব মুসলমানই এই মহীয়সী নারী হজরত ফাতেমা (আ.)-কে নিজের আদর্শ হিসেবে অনুসরণ করতে পারেন। তিনি ছিলেন কর্মঠ ও প্রাণোচ্ছল।
Related News

ওমরাহ পালনে নারীদের পোশাক নির্ধারণ করে দিল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরীফে ওমরাহ করতে যাওয়া নারীরা কী ধরণের পোশাকRead More

অনিয়মিত অভিবাসন নিয়ে নতুন ভাবনায় সুইডেন
নিউজ ডেস্ক: সুইডেনে অবস্থানরত অনিয়মিত অভিবাসীদের প্রশাসনিক পরিস্থিতি সম্পর্কে জানানো বাধ্যতামূলক করা নিয়ে একটি প্রস্তাবRead More