আমিরাতে প্রবাসীদের বেতন পরিশোধে ‘ডব্লিউপিএস’ পদ্ধতি চালু

নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে ওয়েজ প্রোটেকশন সিস্টেমের (ডব্লিউপিএস) মাধ্যমে গৃহকর্মীসহ প্রবাসীদের মাসিক বেতন দিতে পারবেন নিয়োগকর্তারা।
ডব্লিউপিএসে নিয়োগকর্তারা ইউএই সেন্ট্রাল ব্যাংক অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে বেতন পরিশোধ করতে পারবেন।
আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয়ের গৃহকর্মী বিষয়ক সহকারী খলিল খৌরি বলেছেন, ডব্লিউপিএসের মাধ্যমে নিয়োগকর্তা এবং শ্রমিক উভয়ের অধিকার রক্ষা করা হবে।
তিনি আরও বলেন, ‘শ্রমিকরা তাদের বেতন সময়মত পাচ্ছে এবং নিয়োগকর্তা শ্রমিকের বেতন সময়মত দিচ্ছে তা নিশ্চিত করবে ডব্লিউপিএস সিস্টেম। এই সিস্টেম কর্মী এবং নিয়োগকর্তাদের মধ্যে সুসম্পর্ক নিশ্চিত করবে।’
এই ব্যবস্থাটি গৃহপরিচারিকা, আয়া, গৃহকর্মী, বাবুর্চি, পারিবারিক ড্রাইভার, নিরাপত্তা রক্ষী, মালী, কৃষক, প্রাইভেট কোচ, প্রাইভেট শিক্ষক, প্রাইভেট নার্স, বেসরকারী প্রতিনিধি, কৃষক, প্রকৌশলী, নাবিক, মেষপালক, বাজপাখি কেয়ার-টেকার, শ্রমিক এবং সকল প্রকার সহায়ক পেশার জন্য প্রযোজ্য।
খৌরি জোর দিয়ে বলেন, এটি একটি আধুনিক, সহজ এবং নতুন পদ্ধতি। যার মাধ্যমে খুব সহজেই সময়মত বেতন প্রদান করা যাবে। তবে নিয়োগকর্তারা আর্থিক প্রতিষ্ঠান অনুমোদিত যেকোন স্মার্ট অ্যাপও ব্যবহার করতে পারেন।
খৌরি বলেন, ডব্লিউপিএস বেসরকারি খাতে ইতিবাচক, স্থিতিশীল এবং স্বচ্ছ কাজের সম্পর্ক বজায় রাখবে।
Related News

ইতালিতে অননুমোদিত অভিবাসী গ্রেপ্তারে অভিযান, গ্রেপ্তার ৩
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালির বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়ে তিনব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ৷ অননুমোদিত অভিবাসনেরRead More

সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নিতে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন মার্কিনRead More