ইউরোপের শহরগুলোতে বাড়ল বাড়ি ভাড়া

নিউজ ডেস্ক:
মহামারি করোনাকালেই ইউরোপের বেশ কিছু শহরে বাড়ি ভাড়া বেড়েছে। কোথাও কোথাও ১০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
২০২১ এর অক্টোবর থেকে ডিসেম্বরে লিসবনে আসবাবপত্র সজ্জিত একটি টি১ এ্যাপার্টমেন্টের ভাড়া ছিল মাসিক ১হাজার ২৪০ ইউরো। কিন্তু প্যারিসের ক্ষেত্রে এটি আরও বেশি প্রায় ১ হাজার ৯৬৪ ইউরো।
বার্লিনে এক বছরে ভাড়া বেড়েছে ৪০ শতাংশ। তথ্যঃ হাউজিং এ্যানিহয়্যার, ইন্টারন্যাশনাল রেন্ট ইনডেক্স।
তবে বাড়ি ভাড়া বাড়ার তালিকায় নিচে সারিতে রয়েছে ইতালির তুরিন শহর।যেখানে একটি এ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ৮৪৬ ইউরো। এছাড়া ভ্যালেন্সিয়া শহরে মাসিক ৮৫৬ ইউরো।
জরিপে দেখা যায় ২২ টি ইউরোপীয় শহরের মধ্যে প্রায় ১১ টি শহরেই এ্যাপার্টমেন্ট ভাড়া বেড়েছে। লিসবন শহর ১১তম শহর যেখানে সবচেয়ে বেশি প্রায় ১০.৫৯ শতাংশ পরিমানে এ্যাপার্টমেন্ট ভাড়া বেড়েছে।
হাউজিং এ্যানিহয়্যারের সিইও ডিজর্ডি সিলম্যান বলেছেন, ইউরোপে এ্যাপার্টমেন্ট সঙ্কটের স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী সমাধানে ইউনিভার্সিটি, প্রোপার্টি ডেভলপার, টেকনোলজি প্রোভাইডার এবং পৌরসভাকে একসাথে কাজ করতে হবে। আমাদের সবার এ সমস্যা সমাধানে সহযোগিতা করা উচিত।
কারন ভাল এ্যাপার্টমেন্ট না পাওয়ার কারনে বৈশ্বিক ট্যালেন্টরা তাদের ইন্টারন্যাশনাল এডুকেশন এবং ক্যারিয়ার প্লান স্থগিত করছেন এবং অনেকক্ষেত্রে বাতিল ও করছেন।’
Related News

যুক্তরাজ্যে ভারতীয় দূতাবাসে হামলা, যা বলছে ব্রিটিশ সরকার
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে ভারতের হাইকমিশনে গত ১৯ মার্চ হামলা চালিয়েছে একদল বিচ্ছিন্নতাবাদী। এই ঘটনার পরইRead More

তিউনিশিয়ায় অস্থিরতা: ইউরোপে বাড়তে পারে অভিবাসীদের চাপ
বিদেশবার্তা২৪ ডেস্ক: তিউনিশিয়ার প্রেসিডেন্টের অভিবাসন বিরোধী বক্তব্যের পর দেশটিতে শুরু হয়েছে অস্থিরতা৷ বাধ্য হয়ে অনেকRead More