ইউএস এম্বাসিতে বিজনেস ও টুরিস্ট ভিসার সাক্ষাৎকার স্থগিত
নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রজুড়ে কোভিড-১৯ এর ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সকল ট্যুরিস্ট এবং বিজনেস ভিসার সাক্ষাৎকারের এপয়েন্টমেন্ট আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছে ইউএস এম্বাসি।
ইউএস এম্বাসির উপদেষ্টা ম্যানিলা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, কোভিডের কারণে ইউএস এম্বাসির কনস্যুলার সার্ভিসসহ দেশের প্রায় সব সেক্টরের বিভিন্ন প্রোগ্রাম বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত নির্ধারিত নন-ইমিগ্রান্ট ভিজিটর (বি১/বি২) ভিসার সাক্ষাৎকার এপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। কেবলমাত্র বি১ ভিসা বিজনেস এবং বি২ ভিসা ট্যুরিস্ট ভিসার জন্য।
তিনি জানান, সাধারণত এসব ভিসার সাক্ষাৎকার এম্বাসি প্রাঙ্গনে সরাসরি উপস্থিতিতে নেয়া হয়। ভিসা ইন্টারভিউ সার্ভিস চালু হওয়ার পর স্থগিত হওয়া সাক্ষাতকারের তারিখ পুনরায় একবার পাওয়া যাবে। তবে এটি কখন করতে পারবে তা এখনও জানানো হয়নি।
তবে আপডেট তথ্যের জন্য ওয়েবসাইট (https://ph.usembassy.gov/visas/visa-updates/) ফলো করতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, ভিসার সাক্ষাৎকার বন্ধ ধাকাকালীন সময়ে এম্বাসিতে যোগাযোগ করার দরকার নেই।
সার্ভিস চালু হলে আবেদনকারীরা এম্বাসির কল সেন্টার (+৬৩২) ৭৭৯২-৮৯৮৮,(+৬৩২)৮৫৪৮-৮২২৩ যোগাযোগ করতে পারেন।
অথবা ওয়েব লিংক http://www.ustraveldocs.com/ph। এম্বাসি থেকে বলা হয়, ‘এপয়েন্টমেন্ট পরিবর্তনে কোন ফি নেয়া হবে না।
এছাড়া ভিসা ফি অথবা এমআরভি ফি পরিশোধ এর সময় ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।’
Related News
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More
অনিয়মিত সীমান্ত পারাপারে রোমানিয়ায় আটক ৭৩৫, শীর্ষে বাংলাদেশিরা
অনিয়মিত সীমান্ত পারাপারে রোমানিয়ায় আটক ৭৩৫, শীর্ষে বাংলাদেশিরা অনিয়মিতভাবে সীমান্ত পাড়ি দেয়ার অভিযোগে চলতি বছরেরRead More