Main Menu

প্রবাসী কর্মীদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়াল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক:
দেশের বাইরে অবস্থানরত প্রবাসী কর্মীদের বসবাসের অনুমতি (ইকামা), ভিজিট ভিসা এবং এক্সিট ও রি-এন্ট্রি ভিসার মেয়াদ আরও ১০ দিনর বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। স্বয়ংক্রিয়ভাবে ভিসার বৈধতা ৩১ জানুয়ারির ১০ দিন বাড়ানো হয়েছে।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরে সাময়িকভাবে ভ্রমণ স্থগিত করা দেশ থেকে আসা প্রবাসী এবং দর্শনার্থীদের জন্য এটি প্রযোজ্য হবে।

সৌদি আরবে জারিকৃত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তবে পাসপোর্টে জেনারেল ডিরেক্টরেট (জাওয়াজাত) বলেছে, যারা সৌদি আরব থেকে থেকে দুই ডোজ টিকা গ্রহন করেছে তারা এ সুযোগ ব্যবহার করতে পারবেন না।

আরও বলা হয়, যারা এ সুযোগটি গ্রহণ করবে তাদের যথাযথ প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সময় বাড়ানোর এ প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এর জন্য কোথাও যোগাযোগ করার দরকার নেই।

উল্লেখ্য যে, প্রস্থান এবং পুনঃপ্রবেশের সময়কাল ইস্যু করার তারিখ থেকে ভ্রমণের জন্য তিন মাসের জন্য বৈধ হবে যদি এটি ৬০, ৯০ এবং ১২০ দিনের দিনের মতো নির্দিষ্ট করা হয়। একবার প্রস্থানের পর তিন মাস পর্যন্ত ভিসার বৈধতা থাকবে। এটি ভ্রমণের দিন থেকে গণনা করা হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *