প্রবাসী কর্মীদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়াল সৌদি
আন্তর্জাতিক ডেস্ক:
দেশের বাইরে অবস্থানরত প্রবাসী কর্মীদের বসবাসের অনুমতি (ইকামা), ভিজিট ভিসা এবং এক্সিট ও রি-এন্ট্রি ভিসার মেয়াদ আরও ১০ দিনর বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। স্বয়ংক্রিয়ভাবে ভিসার বৈধতা ৩১ জানুয়ারির ১০ দিন বাড়ানো হয়েছে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরে সাময়িকভাবে ভ্রমণ স্থগিত করা দেশ থেকে আসা প্রবাসী এবং দর্শনার্থীদের জন্য এটি প্রযোজ্য হবে।
সৌদি আরবে জারিকৃত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
তবে পাসপোর্টে জেনারেল ডিরেক্টরেট (জাওয়াজাত) বলেছে, যারা সৌদি আরব থেকে থেকে দুই ডোজ টিকা গ্রহন করেছে তারা এ সুযোগ ব্যবহার করতে পারবেন না।
আরও বলা হয়, যারা এ সুযোগটি গ্রহণ করবে তাদের যথাযথ প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সময় বাড়ানোর এ প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এর জন্য কোথাও যোগাযোগ করার দরকার নেই।
উল্লেখ্য যে, প্রস্থান এবং পুনঃপ্রবেশের সময়কাল ইস্যু করার তারিখ থেকে ভ্রমণের জন্য তিন মাসের জন্য বৈধ হবে যদি এটি ৬০, ৯০ এবং ১২০ দিনের দিনের মতো নির্দিষ্ট করা হয়। একবার প্রস্থানের পর তিন মাস পর্যন্ত ভিসার বৈধতা থাকবে। এটি ভ্রমণের দিন থেকে গণনা করা হবে।
Related News
মিশিগানে সৈয়দপুর কমিউনিটির আত্মপ্রকাশ, ১১ সদস্যের কমিটি ঘোষণা
মিশিগানে সৈয়দপুর কমিউনিটির আত্মপ্রকাশ, ১১ সদস্যের কমিটি ঘোষণা সৈয়দ শিব্বির আহমেদকে সভাপতি ও সৈয়দ ইয়াহিয়াকেRead More
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশু নিহত
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশু নিহত সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে স্কুল পড়ুয়াRead More