নামাজ পড়া অবস্থায় গাড়ি ছেড়ে দিলে যা করবেন

ধর্ম ডেস্ক:
কয়েকদিন আগে বাড়ি থেকে আসার পথে মাগরিবের নামাজের সময় হয়ে যায়। তার কিছুক্ষণ পরে ফিলিং স্টেশনে বাস থামলে পাশের একটি মসজিদে আমি মাগরিবের নামাজ শুরু করি। দুই রাকাত নামাজ পড়ার পর তৃতীয় রাকাতে দাঁড়াতেই বাসের হর্ন বাজলে— গাড়ি ছেড়ে দেবে মনে করে তৃতীয় রাকাতে সুরা ফাতিহা না পড়ে দ্রুত রুকু-সিজদা এবং তাশাহহুদ পড়ে নামাজ শেষ করি।
মুহতারামের নিকট জানার বিষয় হলো- সুরা ফাতিহা পড়া ছাড়া আমার এই নামাজ কি সঠিক হয়েছে? না দ্বিতীয় বার পড়তে হবে?
এই প্রশ্নের উত্তর হলো- হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নামায সহিহভাবে আদায় হয়েছে। তা পুনরায় পড়তে হবে না। কেননা মাগরিবের শেষ রাকাতে সুরা ফাতিহা পড়া মুস্তাহাব। আর শেষ বৈঠকে দরুদ শরিফ ও দোয়া মাছুরা পড়া সুন্নত। স্বাভাবিক অবস্থায় এগুলো ছাড়া যায় না। কিন্তু গাড়ি ছেড়ে যাওয়ার ওজর কিংবা এ ধরনের অন্য কোনো ওজরের ক্ষেত্রে এই মুস্তাহাব ও সুন্নত ছেড়ে দেওয়ার অবকাশ আছে।
তথ্যসূত্র : মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা : ৩৭৬৩; কিতাবুল আছল : ১/১৩৮; আল-মুহিতুল বুরহানি : ২/৩৯; বাদায়িউস সানায়ি : ১/২৯৫; ফাতহুল কাদির : ১/৩৯৫; হালবাতুল মুজাল্লি : ২/১৮২; তাবয়িনুল হাকায়িক : ১/২৭৬; ফাতাওয়া হিন্দিয়া : ২/৩৯
প্রশ্নটি করেছেন : মুহাম্মাদ হেলাল, কুমিল্লা
Related News

প্রিয়নবী সা. রহমতের দোয়া করেছেন যে ক্রেতা-বিক্রেতার জন্য
ধর্ম ডেস্ক: হজরত জাবির রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহRead More

অজু করলে যেভাবে গুনাহ ঝরে যায়
ধর্ম ডেস্ক: নামাজ কোরআন তিলাওয়াতের জন্য অজু করা গুরুত্বপূর্ণ। এছাড়ার সবসময় অজু অবস্থায় থাকার বিশেষRead More