মালদ্বীপ সফরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান
বিদেশবার্তা২৪ ডেস্ক:
মালদ্বীপের চীফ অব ডিফেন্স ফোর্স এর আমন্ত্রণে দেশটিতে সফরে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। তিনি ৪ দিনের সরকারী সফরে গত ১৪ই জানুয়ারি মালদ্বীপে আসেন।
সফরকালে তিনি মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী মারিয়া আহমেদ দিদি এবং চীফ অব ডিফেন্স ফোর্স জেনারেল আহমেদ সামাল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন । মালদ্বীপ ডিফেন্স ফোর্স এর সদর দপ্তরে তিনি উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে মত বিনিময় এবং দ্বিপাক্ষিক বৈঠক করেন।
রবিবার (১৬ জানুয়ারি) তিনি মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন ভিজিট করেন ও হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাঁর সফরসঙ্গী ও হাইকমিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। হাই কমিশনের বিবিধ কর্মকান্ড এবং বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বাংলাদেশ নৌ বাহিনী প্রধানকে ব্রিফিং করেন হাই কমিশনের প্রথম সচিব জনাব মোঃ সোহেল পারভেজ।
বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল আগামী ১৮ জানুয়ারি বাংলাদেশের উদেশ্যে মালদ্বীপ ত্যাগ করবেন ।
Related News
বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়লের হ্যাপি নিউ ইয়ার উদযাপন কমিটির জরুরি সভা
বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়লের হ্যাপি নিউ ইয়ার উদযাপন কমিটির জরুরি সভা ‘বিদেশি সংস্কৃতির অবসান এবংRead More
মিশিগানে সৈয়দপুর কমিউনিটির আত্মপ্রকাশ, ১১ সদস্যের কমিটি ঘোষণা
মিশিগানে সৈয়দপুর কমিউনিটির আত্মপ্রকাশ, ১১ সদস্যের কমিটি ঘোষণা সৈয়দ শিব্বির আহমেদকে সভাপতি ও সৈয়দ ইয়াহিয়াকেRead More