অজু ছাড়া আজান দেওয়া যাবে কি?
ধর্ম ডেস্ক:
আমাদের মসজিদের মুআজ্জিন সাহেব মাঝেমধ্যে আজান দেওয়ার পর অজু করতে যান। আমরা তাকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন- হ্যাঁ, আমি ওযু ছাড়াই আজান দিয়েছি; তবে আজান অজু ছাড়া দিলেও আদায় হয়ে যায়। এখন মুহতারামের কাছে জানার বিষয় হলো- মুআজ্জিন সাহেবের উক্ত উত্তরটি কি সঠিক?
এই প্রশ্নের উত্তর হলো- অজু ছাড়া আজান দিলেও আজান সহিহ বা শুদ্ধ হয়ে যায়। ইবরাহিম নাখায়ি (রহ.) বলেন, মুআজ্জিন যদি অজু ছাড়া আজান দিলে অসুবিধা নেই। (কিতাবুল আছার, বর্ণনা : ৫৮)
তবে জেনে রাখা জরুরি যে, অজু অবস্থায় আজান দেওয়া সুন্নত। তাই অজুসহ আজান দেওয়ার প্রতি যত্নবান হওয়া উচিত। আতা (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন- ‘আজানের সুন্নত তরিকা হলো- মুআজ্জিন অজু অবস্থায়ই আযান দেবে। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক, বর্ণনা : ১৭৯৯)
তথ্যসূত্র : কিতাবুল আছল : ১/১১০; বাদায়িউস সানায়ি : ১/৩৭৪; তাবয়িনুল হাকায়িক : ১/২৪৯; খুলাসাতুল ফাতাওয়া : ১/৪৮; আল-বাহরুর রায়িক : ১/২৬৩; ফাতাওয়া হিন্দিয়া : ১/৫৪
প্রশ্নটি করেছেন : সিরাজুল ইসলাম, সিলেট
Related News
দান করে ছবি তোলা যাবে? ইসলাম কী বলে
দান করে ছবি তোলা যাবে? ইসলাম কী বলে বিপদ-আপদে মানুষের পাশে মানুষ দাঁড়ায়, সহযোগিতায় এগিয়েRead More
সামান্য নেক আমলও পরকালে যেভাবে মুক্তি দেবে
সামান্য নেক আমলও পরকালে যেভাবে মুক্তি দেবে একজন মুসলমানের পূর্ণাঙ্গ জীবন বিধান পবিত্র গ্রন্থ আলRead More