মিয়ানমার: সুচির আরও ৪ বছরের জেল
নিউজ ডেস্ক:
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অং সান সুচিকে আরও ৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তার বিরুদ্ধে অবৈধভাবে দখল এবং ওয়াকিটকি আমদানির অভিযোগ আনা হয়েছে।
এছাড়া কোভিড-১৯ নিয়ম ভাঙ্গার জন্যেও তাকে শাস্তি দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।গত ডিসেম্বরে প্রথম অভিযুক্ত হন সুচি। সেসময় তাকে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। গত বছরের ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থানের পর থেকে বন্দি রয়েছেন তিনি। জান্তা সরকার তার বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা করেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সুচি।
গ্রেফতারের পর তার বাড়িতে অভিযান চালিয়েছিল সেনারা। এসময় ওই ওয়াকিটকি উদ্ধার করা হয়েছিল। সোমবারের ওই রায়টি দেয় রাজধানী নেপিদোর একটি আদালত। তবে সুচির আইনজীবীকে জনসমক্ষে কথা বলায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তিনি কোনো গণমাধ্যমেও এই রায় নিয়ে কথা বলতে পারবেন না। এই রায়ের কারণে সুচির জেলের মেয়াদ বেড়ে ৬ বছর হলো। তার বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে তার সব প্রমাণিত হলে সুচিকে আজীবন কারাগারে থাকতে হতে পারে।
Related News
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More
অনিয়মিত সীমান্ত পারাপারে রোমানিয়ায় আটক ৭৩৫, শীর্ষে বাংলাদেশিরা
অনিয়মিত সীমান্ত পারাপারে রোমানিয়ায় আটক ৭৩৫, শীর্ষে বাংলাদেশিরা অনিয়মিতভাবে সীমান্ত পাড়ি দেয়ার অভিযোগে চলতি বছরেরRead More