বাংলাদেশ থেকে নেওয়া ইন্টারনেট ব্যান্ডউইথ দ্বিগুণ করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশ থেকে ভারতে ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ইন্টারনেট ব্যান্ডউইথ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ইন্টারনেট সংযোগ আরও জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামনের সপ্তাহগুলোতে কক্সবাজার থেকে ভারতে এই বাড়তি ইন্টারনেট ব্যান্ডউইথ যাবে। গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্ট।
ভারতের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘দুই-তিন মাস আগে আমরা বাংলাদেশের কক্সবাজার থেকে আগরতলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ১০ জিবিপিএসের একটি ফাইবার সংযোগ নিয়েছিলাম। এই দুই মাসে এটি স্থিতিশীল ছিল।’
তিনি আরও বলেন, ‘এই ব্যান্ডউইথ আরও বাড়ানোর বিষয়ে আমরা গতকাল একটি সিদ্ধান্ত নিয়েছি। উত্তর-পূর্ব ভারতের পুরো অঞ্চল বিশেষ করে মনিপুর রাজ্য যেন উচ্চগতির ইন্টারনেট পেতে পারে, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ভারতের এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘পরীক্ষামূলক ওই সংযোগের ফলাফলের ওপর ভিত্তি করে আগামী পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে আমরা ব্যান্ডউইথ দ্বিগুণ করব। এরপর পরবর্তী ফলাফল দেখে ব্যান্ডউইথ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’
উল্লেখ্য, চলতি বছর মনিপুরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Related News

প্রবাসী বাংলাদেশি কর্মীদের সর্বোত্তম সেবা দিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশি কর্মীদের সর্বোত্তম সেবা প্রদান এবং তাদের স্বার্থ রক্ষায় আন্তরিকতার সাথে কাজRead More

লিবিয়ায় জনশক্তি রপ্তানির সুযোগকে কাজে লাগানোর নির্দেশ
নিউজ ডেস্ক: লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে সেখানে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতিRead More