ওয়াক্ত শুরু হওয়ার আগে আজান দিলে হবে কি?

ইসলাম ডেস্ক:
আমাদের মহল্লায় একটি মসজিদ রয়েছে। এখানে পাঁচ ওয়াক্ত নামাজ হয়। সাধারণত আমি আজান দিয়ে থাকে। একদিন এশার আজান দেওয়ার পর জানতে পারি, এশার ওয়াক্ত এখনো হয়নি। পরে ওয়াক্ত হওয়ার পর লজ্জায় আর দ্বিতীয়বার আজান দিইনি।
এখন আমার জানার বিষয় হলো- ওয়াক্ত হওয়ার পূর্বে আজান দিলে কি পুনরায় আজান দিতে হয়? লজ্জার কারণে পুনরায় আজান না দেওয়া কি আমার জন্য ঠিক হয়েছে? একটু জানালে উপকৃত হব।
এই প্রশ্নের উত্তর হলো- ওয়াক্ত হওয়ার আগে আজান দিলে তা শুদ্ধ হয় না। তাই এমনটি হয়ে গেলে ওয়াক্ত হওয়ার পর পুনরায় আজান দিতে হয়। সুতরাং লজ্জার কারণে পুনরায় আজান না দেওয়া অন্যায় হয়েছে। নাফে (রহ.) থেকে বর্ণিত আছে যে, ‘উমর (রা.)-এর একজন মুআজ্জিন ছিলেন। তার নাম মাসরুহ। তিনি একদিন সুবহে সাদিকের আগেই আযান দিয়ে দেন। তখন উমর (রা.) তাকে পুনরায় আযান দিতে বলেন।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস : ২৩২২)
তথ্যসূত্র : কিতাবুল আছল : ১/১১০; বাদায়েউস সানায়ি : ১/৩৮১; শরহুল মুনইয়া, পৃষ্ঠা : ৩৭৭; ফাতাওয়া হিন্দিয়া : ১/৫৩; আল-বাহরুর রায়িক : ১/২৬২
Related News

ক্ষমা আল্লাহ প্রদত্ত গুণ
ইসলাম ডেস্ক: আল্লাহতায়ালা মানুষকে স্বাভাবিক বুদ্ধিমত্তা দান করেছেন। সেই বুদ্ধিমত্তার দাবি হচ্ছে দায়িত্বশীলতা। একজন মানুষেরRead More

কোরআন পোড়ানোর জের, তুরস্কে কনস্যুলেট বন্ধ করছে ইউরোপীয়রা
আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তার কারণ দেখিয়ে জার্মানিসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ চলতি সপ্তাহে ইস্তাম্বুলে তাদের কনস্যুলেটRead More