ওয়াক্ত শুরু হওয়ার আগে আজান দিলে হবে কি?

ইসলাম ডেস্ক:
আমাদের মহল্লায় একটি মসজিদ রয়েছে। এখানে পাঁচ ওয়াক্ত নামাজ হয়। সাধারণত আমি আজান দিয়ে থাকে। একদিন এশার আজান দেওয়ার পর জানতে পারি, এশার ওয়াক্ত এখনো হয়নি। পরে ওয়াক্ত হওয়ার পর লজ্জায় আর দ্বিতীয়বার আজান দিইনি।
এখন আমার জানার বিষয় হলো- ওয়াক্ত হওয়ার পূর্বে আজান দিলে কি পুনরায় আজান দিতে হয়? লজ্জার কারণে পুনরায় আজান না দেওয়া কি আমার জন্য ঠিক হয়েছে? একটু জানালে উপকৃত হব।
এই প্রশ্নের উত্তর হলো- ওয়াক্ত হওয়ার আগে আজান দিলে তা শুদ্ধ হয় না। তাই এমনটি হয়ে গেলে ওয়াক্ত হওয়ার পর পুনরায় আজান দিতে হয়। সুতরাং লজ্জার কারণে পুনরায় আজান না দেওয়া অন্যায় হয়েছে। নাফে (রহ.) থেকে বর্ণিত আছে যে, ‘উমর (রা.)-এর একজন মুআজ্জিন ছিলেন। তার নাম মাসরুহ। তিনি একদিন সুবহে সাদিকের আগেই আযান দিয়ে দেন। তখন উমর (রা.) তাকে পুনরায় আযান দিতে বলেন।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস : ২৩২২)
তথ্যসূত্র : কিতাবুল আছল : ১/১১০; বাদায়েউস সানায়ি : ১/৩৮১; শরহুল মুনইয়া, পৃষ্ঠা : ৩৭৭; ফাতাওয়া হিন্দিয়া : ১/৫৩; আল-বাহরুর রায়িক : ১/২৬২
Related News

স্বামী-স্ত্রী পরস্পরকে কীভাবে ডাকবেন?
নাঈমুল হাসান তানযীম, অতিথি লেখক: স্বামী-স্ত্রী একে অপরের অর্ধাঙ্গ। জীবন চলার সারথি। দুজনের ওপরই দুজনেরRead More

দরুদ পাঠে গুরুত্ব দেবেন যে কারণে
মুফতি আইয়ুব নাদীম, অতিথি লেখক: মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন প্রিয় নবী হজরত মুহাম্মদRead More