‘মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে’

নিউজ ডেস্ক:
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লা বলেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলে আমাদের হবে না আমাদের ও নিজ নিজ অবস্থান থেকে মানুষ কে সচেতন করে তুলতে হবে। মাদক তরুন প্রজন্মের মেধাশক্তি বিনষ্ট করে দেয় এবং সুস্থ ও স্বাভাবিক জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মাদকের বিরুদ্ধে সরকার অনড় অবস্থানে রযেছে। তিনি পহেলা জানুয়ারি ২২ইং শনিবার সকাল ১১টার সময় সিলেট নগরীর ২৬নং ওয়ার্ডের কদমতলীতে কাউন্সিলর কার্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
সিসিকের প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন এর সভাপতিত্বে ও ওয়ার্ড সচিব সুলতান আহমদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলার কার্যালয়ের উপপরিচালক মলয় ভূষন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা এড.রফিকুল হক, সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ভার্থখলা এলাকার নাজিম উদ্দিন চৌধুরী , হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি সুক্তা।
এ সময় ২৬নং ওয়ার্ডের প্রবীণ মুরব্বি, তরুন, নারী ও হিজড়া জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
Related News

হবিগঞ্জে ‘নিপাহ ভাইরাস’ নিয়ে বাড়তি সতর্কতা জারি
নিউজ ডেস্ক: হবিগঞ্জে মিলল নিপাহ ভাইরাসের অস্তিত্ব। এ খবরের পর পরই জরুরি স্বাস্থ্যবার্তা প্রচার করেছেRead More

ওসমানীতে বিমানের চাকা ব্লাস্ট
নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে উড্ডয়ন সময়ের বিকট শব্দে বিমানের একটি বোয়িং উজোজাহাজের চাকাRead More