পানির ট্যাপ ছেড়ে নাপাকি দূরের নিয়ম
ধর্ম ডেস্ক:
ট্যাপ ছেড়ে পানিতে সরাসরি নাপাক কাপড় ধোওয়া হলে— তা পবিত্র করার পদ্ধতি কী হবে? এক্ষেত্রে কি তিনবার নিংড়ানো আবশ্যক?
এ প্রশ্নের উত্তর হলো- কাপড়ে যদি দৃশ্যমান নাপাকি লাগে, তাহলে ওই নাপাকি দূর করে নিলেই কাপড় পবিত্র হয়ে যাবে। নাপাকি দূর হয়ে যাওয়ার পর যদি এর দাগ বা চিহ্ন বাকি থাকে (যা দূর করা কষ্টকর হয়)— তবে এতে কোনো অসুবিধা নেই। এ ধরনের দাগ থাকার কারণে তা অপবিত্র গণ্য হবে না।
ADVERTISEMENT
আর যদি কাপড়ে এমন তরল নাপাকি লাগে, যা দৃশ্যমান নয় (যেমন- প্রস্রাব ইত্যাদি)— তাহলে কলের নিচে এমনভাবে ধুতে হবে, যেন নাপাকি দূর হয়ে যাওয়ার প্রবল ধারণা তৈরি হয়; তাহলেই কাপড় পবিত্র হয়ে যাবে। আর কলের নিচে ধোয়ার ক্ষেত্রে তিন বার ধোয়া বা নিংড়ানো আবশ্যক নয়; বরং নাপাকি দূরীভূত হওয়াই হল এক্ষেত্রে মূল কথা।
তথ্যসূত্র : মুখতাসারুল কুদুরি, পৃষ্ঠা : ১১; আল-মুহিতুল বুরহানি : ১/৪০; মুখতারাতুন নাওয়াযিল : ১/১৫০; আল-বাহরুর রায়েক : ১/২৩৮; আন-নাহরুল ফায়েক : ১/২৩৮; ইমদাদুল ফাত্তাহ, পৃষ্ঠা : ১৬৪; আদ্দুররুল মুখতার : ১/৩৩৩
প্রশ্নটি করেছেন : মুহাম্মাদ জুবাইর আহমদ, বগুড়া
Related News
গর্ভবতী নারীর সিজদা দিতে কষ্ট হলে যা করবেন
গর্ভবতী নারীর সিজদা দিতে কষ্ট হলে যা করবেন নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের ভিত্তি যেসব বিষয়েরRead More
হজের খরচ কমছে, দুদিনের মধ্যে ঘোষণা
হজের খরচ কমছে, দুদিনের মধ্যে ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদRead More