মৌলভীবাজারে টানা ৮ বার নির্বাচিত হয়ে রেকর্ড করলেন উপরু মিয়া

নিউজ ডেস্ক:
টানা আটবার ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন ফখর উদ্দিন উপরু মিয়া। এটি মৌলভীবাজার জেলায় একমাত্র রেকর্ড। এর আগে কেউ এতোবার নির্বাচিত হতে পারেন নি। তিনি সদ্য সমাপ্ত নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে এই রেকর্ড গড়লেন।
এলাকার লোকজন জানান, অত্যন্ত সহজ সরল ও বিনয়ী উপরু মিয়ার সাথে ধর্ম বর্ন নারী পুরুষ সবার সুসম্পর্ক রয়েছে। তিনি পীর বংশের একজন মানুষ। নম্র ভদ্র এই মানুষকে এলাকার ভোটাররা তাই ভালোবেসে প্রতিবারই ভোট দিয়ে বিজয়ী করে। উনার ছোট ছেলে এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন মৌলভীবাজার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও একজন তরুণ আইনজীবী।
Related News

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত পিস পোস্টার কনটেস্ট
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত পিস পোস্টার কনটেস্ট আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালRead More

এতিম-সুবিধাবঞ্চিতদের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট ও চিটাগাং ক্লাসিক
এতিম-সুবিধাবঞ্চিতদের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট ও চিটাগাং ক্লাসিক আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্সRead More