অনলাইন প্রেসক্লাব-মাহা ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন
নিউজ ডেস্ক:
সিলেট অনলাইন প্রেসক্লাব – মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ২১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ফাইনাল খেলা সমূহ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুহিত চৌধুরী, সহ সভাপতি গোলজার আহমদ হেলাল, তথ্য ও প্রযইক্ত সম্পাদক কে এ রহিম সাবলু, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু প্রমুখ।
লুডুতে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ কামাল আহমদ ও দ্বিতীয় দেবব্রত রায় দীপন। দাবায় প্রথম মাহমুদ হোসেন খান ও দ্বিতীয় নুরুল আমিন।
কেরাম প্রতিযোগিতায় প্রথম মোহাম্মদ আলমগীর আলম ও দ্বিতীয় মোঃ কামাল আহমেদ এবং সাপ লুডুতে প্রথম মোহাম্মদ জসিম উদ্দিন ও দ্বিতীয় ফারহানা বেগম হেনা।
ক্লাব সদস্যদের শিশুদেরকে নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বই পড়া প্রথম হয়েছে দেবদ্যুতি প্রনমীমিথী ও দ্বিতীয় নিশাত হেলাল তাসকিয়া।
কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছে দীপান্বিতা দীপা ও দ্বিতীয় হয়েছে তাওসিফ হেলাল তাহা।
শিশু লুডুর প্রথম স্থান অধিকার করেছে তাহা, দ্বিতীয় ইফফাত ও তৃতীয় তাসকিয়া। বিশেষ পুরস্কার পাচ্ছেন তানজিম ও তাহমিদ।
এদিকে ক্লাব সদস্যদেরকে নিয়ে প্রীতি ফুটবল খেলা আগামী সাপ্তাহে অনুষ্ঠিত হবে।
অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্বাবধানে ছিলেন ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু।
উল্লেখ্য গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাব ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
Related News
আর্জেন্টাইন তারকার বিশ্বকাপ মেডেল বিক্রির হুমকি সাবেক স্ত্রীর!
বৈশ্বিক প্রতিযোগিতায় গোল্ড মেডেল প্রাপ্তিকে অনেক বড় অর্জন হিসেবে ধরা হয়। আর সেটি যদি হয়Read More
আফগানিস্তানকে হারিয়ে টেস্টে আইরিশদের ইতিহাস
সাত বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে আয়ারল্যান্ড। অ্যান্ড্রু বালবার্নির দলটি বছরপ্রতি গড়ে প্রায় একটি ম্যাচRead More