মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলা হবে: মাসুক উদ্দিন আহমদ

নিউজ ডেস্ক:
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলা হবে। মাননীয় প্রধানমন্ত্রী সে লক্ষে কাজ করে যাচ্ছেন। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে তাকে সহযোগিতা করতে হবে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ড. রাগীব আলী মিলনায়তনে সিলেট অনলাইন প্রেসক্লাবের বিজয় দিবসের আলোচনা অুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিটি নিউজ পোর্টাল অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে। গুজব প্রতিরোধে তিনি অনলাইন প্রেসক্লাবের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
ক্লাব সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি গোলজার আহমদ হেলাল।
এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ সাধারণ সম্পাদক মো: তাওহীদুল ইসলাম,পিাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরি পরিষদ সদস্য আশীষ দে, মাহমুদ খান, সাধারণ সদস্য কামাল আহমদ,আবু জাবের, আব্দুল হাসিব, আলমগীর আলম প্রমুখ।
Related News

হাওরাঞ্চলের পর্যটনে চাঙা হচ্ছে সুনামগঞ্জের অর্থনীতি
নিউজ ডেস্ক: পর্যটনে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে হাওরের জেলা সুনামগঞ্জ। এরইমধ্যে জেলার টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রিRead More

কুশিয়ারা নদী পারের মানুষের দূর্দশার শেষ কোথায়?
আবুজার বাবলা, বিয়ানীবাজার ফিরে: জমি-জমা, বাড়ি-ঘর, গোয়ালে গরু, পুকুর ভরা মাছ- কোন কিছুরই অভাব ছিলRead More