ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের ইউনিয়নের বৈশামুড়া এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহফুজ মিয়া (৩২) মো. জাহাঙ্গীর মিয় (৩৫), আমজাদ (৩০)। তাদের সবার বাড়ি সরাইল উপজেলায়। সবাই ইটভাটার শ্রমিক বলে জানা গেছে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম বলেন, সকালে পাঁচজন শ্রমিক শাহবাজপুর বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় বিজয়নগর উপজেলার চান্দুরায় ইটভাটার দিকে যাচ্ছিলেন। পথে বৈশামুড়া এলাকায় এলে অটোরিকশাটিকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত হন দু’জন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News

ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে ২৩ বস্তা টাকা
নিউজ ডেস্ক; কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলোতে জমা হয়েছে ২৩ বস্তা টাকা। একইসঙ্গে পাওয়া গেছেRead More

কাউন্সিলরশূন্য সিসিক’র ৭নং ওয়ার্ড : দু’জনই জেল হাজতে
নিউজ ডেস্ক: কাউন্সিলরশূন্য হয়ে পড়েছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৭নং ওয়ার্ড। বর্তমান ও নবনির্বাচিত জনপ্রতিনিধিRead More