৫ মাসেই কোরআনের হাফেজ হলেন ৯ বছরের শিশু সিয়াম

নিউজ ডেস্ক:
মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে সিয়াম (৯) বছরের এক শিশু।
সিয়াম কুমিল্লা জেলার কুমিল্লার চান্দিনা উপজেলার লোনা গ্রামে হায়াতুল্লাহের ছেলে।
কুমিল্লা শহরের মোগরটুলি এলাকার আন-নূর তাহফিজ মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী সিয়াম। এই বিভাগ থেকেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে।
হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা মাহদী হাসান বলেন, ‘সিয়াম দেশের বিস্ময়বালক। তার মেধা সাধারণের চেয়ে অনেক বেশি। সিয়াম মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআনের ৩০ পারাই মুখস্থ করেছে।
মাহদী হাসান আরও বলেন, শিশু সিয়াম চঞ্চল প্রকৃতির। তার পক্ষে আরও শিগগির হাফেজ হওয়া সম্ভব ছিল।
ওই শিক্ষক বলেন, সিয়ামের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতায় সে এত অল্প বয়সেই এই কীর্তি গড়েছে।
সূত্র: বাসস
Related News

সিলেট থেকে ছেড়ে গেলো হজ যাত্রীদের প্রথম ফ্লাইট
নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সিলেটের প্রথম ফ্লাইট ছেড়ে গেছে।Read More

সৌদি পৌঁছেছেন ৩১ হাজার ৫৩৯ হজযাত্রী
নিউজ ডেস্ক: চলতি বছর এ পর্যন্ত ৩১ হাজার ৫৩৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। আজRead More