আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মোটরসাইকেলে কর্মস্থল থেকে নাস্তা করতে রেস্টুরেন্টে যাওয়ার পথে গাড়িচাপায় মারা গেছেন চট্টগ্রামের রাউজানের এক প্রবাসী।
বুধবার সন্ধ্যার পর আবুধাবির আল খাইয়্য়ুম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীর নাম মুহাম্মদ জাহেদ (৪২)। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম কচুখাইন গ্রামের মুহাম্মদ রফিকের পুত্র।
তার তিন ছেলে সন্তান রয়েছে। ছোট ছেলের বয়স ১২ দিন। নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, জাহেদ গত তিন মাস আগে দেশে ছুটি কাটিয়ে আবুধাবি যান। এর মধ্যে গত বুধবার সন্ধ্যার পর তার কর্মস্থল থেকে মোটরসাইকেলে কাছের একটি রেস্তোরাঁয় নাস্তা করতে যাচ্ছিলেন জাহেদ।
রাস্তায় একটি গাড়ি তার মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন
Related News

ইতালি প্রবাসী কবি দেলোয়ার মোহাম্মদ আর নেই
নিউজ ডেস্ক: ইতালি প্রবাসী কবি ও সংগঠক দেলোয়ার মোহাম্মদ আর নেই । ইন্না লিল্লাহি ওয়াRead More

সৌদিতে দুর্ঘটনায় সিলেটের কবিরসহ ৩ বাংলাদেশি নিহত
নিউজ ডেস্ক: সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবারRead More