অধিক নেকি অর্জনের সহজ আমল
মুফতি মুহসিন আল জাবির :
আমরা জানি, আমল ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। জীবনের যেকোনো সমস্যার সমাধান পাওয়া যায় ।
মহান আল্লাহ আমাদের জীবনের একমাত্র পরিচালক, সঞ্চালক। তিনি বা তার সাহায্য ছাড়া আমাদের জীবনে দ্বিতীয় কোনো বিকল্প নেই। আমাদের সব চাওয়া তার কাছে। সব পাওয়া তার থেকে। তাই আমাদের জীবনে সবসময় তার কাছেই সাহায্য চাইতে হবে আমল করে দোয়ার মাধ্যমে।
আমরা অনেকে অল্প আমলে, ছোট দোয়ায় অধিক নেকি অর্জনের পথ খুঁজি। তাদের জন্যই অল্প আমলে অধিক নেকি অর্জনের একটি দোয়া আজ বর্ণনা করা হলো।
পবিত্র হাদিসে রয়েছে, যে ব্যক্তি প্রতিদিন সকাল-সন্ধ্যা ১০০ বার এ দোয়াটি পড়বে, বিচার দিবসে তার চেয়ে অধিক নেকি নিয়ে আর কেউ হাজির হতে পারবে না মহান আল্লাহর দরবারে। (মুসলিম)
দোয়াটি হলো এই- ‘সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি’। অর্থ, আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই।
মহান আল্লাহ আমাদেরকে অন্তত অল্প আমলে অধিক নেকি অর্জন করার তাওফিক করুন। আমিন!
লেখক: গবেষক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
Related News
দান করে ছবি তোলা যাবে? ইসলাম কী বলে
দান করে ছবি তোলা যাবে? ইসলাম কী বলে বিপদ-আপদে মানুষের পাশে মানুষ দাঁড়ায়, সহযোগিতায় এগিয়েRead More
সামান্য নেক আমলও পরকালে যেভাবে মুক্তি দেবে
সামান্য নেক আমলও পরকালে যেভাবে মুক্তি দেবে একজন মুসলমানের পূর্ণাঙ্গ জীবন বিধান পবিত্র গ্রন্থ আলRead More