মৃত বন্ধুকে কফিন থেকে তুলে শেষবারের মোটরসাইকেল যাত্রা

নিউজ ডেস্ক:
শেষযাত্রার জন্য প্রস্তুত কাঠের কফিন। সেখান থেকে মরদেহ বের করে মোটরসাইকেলে তুলছেন মৃতের বন্ধুরা।
মৃত বন্ধুকে মাঝখানে বসিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে হাত উঁচিয়ে উল্লাস করতে করতে তারা মোটরসাইকেলে যাত্রা করেন তারা। সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল অসংখ্য মানুষ।
সম্প্রতি ইকুয়েডরের মানাবি প্রদেশে এ ঘটনা ঘটে। মৃত ওই তরুণের নাম এরিক শেডেন। তার বয়স ২১।
ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, মানাবির পর্তোভিজো শহরেই বন্ধুদের সাথে হাসি-আনন্দে দিনগুলো কাটছিল এরিকের। গত সপ্তাহের শেষ দিনে তাদের হাসি ম্লান হয়ে যায়। একটি শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে গিয়ে পথিমধ্যে দুই আততায়ীর গুলিতেই প্রাণ হারান এরিক।
প্রতিবেদনে আরও বলা হয়, এ ঘটনা কিছুতেই মেনে নিতে পারেনি তার বন্ধুরা। পাগলপ্রায় হয়ে তারা মৃত বন্ধুকে নিয়ে ওই কাণ্ড ঘটান।
তারা দাবি করেন, এরিকের বাবা-মায়ের অনুমতি নিয়েই তাকে বাইকে করে শেষকৃত্যানুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছে।
Related News

ওমরাহ পালনে নারীদের পোশাক নির্ধারণ করে দিল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরীফে ওমরাহ করতে যাওয়া নারীরা কী ধরণের পোশাকRead More

অনিয়মিত অভিবাসন নিয়ে নতুন ভাবনায় সুইডেন
নিউজ ডেস্ক: সুইডেনে অবস্থানরত অনিয়মিত অভিবাসীদের প্রশাসনিক পরিস্থিতি সম্পর্কে জানানো বাধ্যতামূলক করা নিয়ে একটি প্রস্তাবRead More