বিকাশে রেমিটেন্স পাঠিয়ে ডায়মন্ড লকেট পেলেন ২৮ প্রবাসী বাংলাদেশি
বিদেশবার্তা২৪ ডেস্ক:
বিকাশের মাধ্যমে একক লেনদেনে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে ডায়মন্ডের লকেট পেলেন ২৮ প্রবাসী বাংলাদেশি।
সোমবার (১৬ মার্চ) বিকাশের প্রধান কার্যালয়ে এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ প্রবাসীদের পরিবারের হাতে এই পুরস্কার তুলে দেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা বিকাশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করতে ফেব্রুয়ারিতে ২৮ দিনের এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
লকেট জেতা দক্ষিণ কোরিয়া প্রবাসী মিজান বলেন, “নিয়মিতই স্ত্রী, বাবা, ভাইয়ের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাই। যাকে পাঠাতে চাই তাকেই পাঠাতে পারি আবার যখন প্রয়োজন ঠিক তখনই পাঠাতে পারার জন্য বিকাশই ভরসা।”
পুরস্কারপ্রাপ্ত প্রবাসীদের পরিবারের লোকজনের ভাষ্য, বিকাশে রেমিটেন্স পাঠালে সময় যেমন বাঁচে তেমনি ব্যাংকে না গিয়ে ঘরে বসেই যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে পারেন তারা। তাৎক্ষণিক ও ঝামেলামুক্ত বিকাশের এই রেমিটেন্স সেবা নিরাপদ।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More