কাতারে রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ সংস্থার সাক্ষাৎ
বিদেশবার্তা২৪ ডেস্ক:
কাতারে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির প্রবাসীরা।বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব ভুঁইয়ার নেতৃত্ব বৃহস্পতিবার ১২ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- পৃষ্ঠপোষক পরিষদের সদস্য বদরুল হায়দার চৌধুরী, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন, সহসভাপতি আলহাজ্ব নাসির উদ্দীন তালুকদার, সহসভাপতি খোকন গাজী, সাংগঠনিক সম্পাদক সি এম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নোমান ইউসুফ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) আল মারুফ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট) খাইরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- দূতাবাসের মিনিস্টার শ্রম ডক্টর মুহাম্মদ মুস্তাফিজুর রহমান ও মিনিস্টার পলিটিক্যাল মোহাম্মদ ওয়ালিউর রহমান।
প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম সংস্থার লক্ষ্য উদ্দেশ্যগুলো রাষ্ট্রদূতের কাছে উপস্থাপনা করেন ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা দশম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে দূতাবাসের সার্বিক তত্বাবধানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করার প্রস্তাব তুলে ধরেন।
রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের কাতারের আইন কানুন মেনে চলার পাশাপাশি সাংগঠনের কার্যক্রমের বয়সী প্রশংসা করেন। এই সংস্থার সামনের দিনগুলো যাতে ভাল ও মানবিক কাজে নিয়োজিত থাকে এই প্রত্যাশা করেন তিনি। দূতাবাসের সহযোগিতার পাশাপাশি বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে অগ্রিম অভিষেক অনুষ্ঠানের আমন্ত্রণ জানান সংগঠনের নেতাকর্মীরা।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More