বৃহত্তর সিলেট সামাজিক ও সাস্কৃতিক কমিউনিটি বার্লিন’র অভিষেক
বিদেশবার্তা২৪ ডেস্ক:
বার্লিন তথা জার্মানিতে বসবাসরত সকল প্রবাসীদের সুখে-দুঃখে ও দেশের ঐতিহ্য ও সংস্কতির ধারা ধরে রাখতে শুদ্ধ ৭ই মার্চে যাত্রা শুরু করেছে “বৃহত্তর সিলেট সামাজিক ও সাংস্কৃতিক কমিউনিটি বার্লিন” নামে একটি সংগঠন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী বার্লিনের নয়াকোলন’র একটি মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। নগরীতে বসবাসরত সিলেটের সিনিয়র প্রবাসী উপদেষ্টামন্ডলী ও অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মতিক্রমে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান শহীদ, সহ-সভাপতি আব্দুল হান্নান রুহেল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন মামুন, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, কোষাধ্যক্ষ বুরহান উদ্দিন, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ জাহান আহমেদ, দপ্তর সম্পাদক আল মোমেন, ধর্ম বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, কার্যকরী সদস্য তারেক আহমদ ও আব্দুল আহাদ।
সংগঠনের অভিষেক অনুষ্ঠানটি সাজানো হয় নানা পর্বে। শুরুতেই কোরআন তেলওয়াত, জাতীয় সংগীত শেষে আলোচনা সভা, শিশুদের জন্য ক্বিরাত ও চিত্রাংকন প্রতিযোগীতা, সম্মাননা প্রদান, অনুষ্ঠানে আগত সবার জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণ ও খাবার পরিবেশন।
আলোচনা সভার শুরুতে সংগঠনের প্রয়োজনীতা ও গঠনতন্ত্র নিয়ে আলোচনায় আমন্ত্রিত বক্তারা বৃহত্তর সিলেটের সকল জেলার সকল ধর্মের সবার কল্যাণে ও দেশ ও দেশের মানুষের দূর্দিনে প্রবাসেও ঐক্যবদ্ধ হয়ে পথ চলার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় সংগঠনটি ধর্ম ও দলমত নির্বিশেষে অরাজনৈতিকভাবে পরিচালনার বিষয়েও সকলে ঐক্যমতে পৌঁছান। সবশেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি খাবার পরিবেশন করা হয়।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More