বাংলাদেশি অভিবাসীকে পেটানো গ্রিক নাগরিকের সাজা কমলো

বিদেশবার্তা২৪ ডেস্ক:
বাংলাদেশি অভিবাসীকে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করার দায়ে এক গ্রিক নাগরিকের সাজা সাত বছর থেকে কমিয়ে তিন বছর করেছে গ্রিসের আদালত৷ গ্রিক দ্বীপ লেসবসের অ্যাগিয়াসোস অঞ্চলের ওই বাসিন্দা ওই গ্রিক নাগরিক। তার আপিলের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে নর্থ এজিয়ান আপিল আদালত৷
জানা গেছে, ২০১৮ সালের ৮ ডিসেম্বরে অন্যদিনের মতো একটি সুপার মার্কেটে আসা গাড়ি দেখাশোনা ও পার্কিং ব্যবস্থাপনার কাজ করছিলেন ৫৬ বছর বয়সি এক বাংলাদেশি অভিবাসী৷ নিজের গাড়ি নিয়ে পার্কিংয়ের জায়গায় আসেন ৩৫ বছর বয়সি এক গ্রিক নাগরিক৷
বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য বরাদ্দ করা জায়গায় গাড়িটি পার্কিং করতে চান তিনি৷ তাতে বাধা দেন বাংলাদেশি অভিবাসী৷ গাড়িটি পার্ক করতে বাধা দেয়ায় ভীষণ চটে যান ওই গ্রিক নাগরিক৷ ক্ষেপে গিয়ে গাড়ি থেকে নেমে আসেন তিনি৷ একটি শাবল নিয়ে এলোপাথাড়ি আঘাত করেন ওই বাংলাদেশিকে৷ এর ফলে হাতে গুরুতর আহত হন ওই বাংলাদেশি অভিবাসী৷
তবে ওই গ্রিক নাগরিক আদালতে দাবি করেছেন, বাংলাদেশি ওই অভিবাসী তাকে ব্যক্তিগতভাবে অপমান করেছেন৷ কিন্তু মাইটিলিন শহরবাসীর কাছে বেশ জনপ্রিয় ছিলেন ওই বাংলাদেশি নাগরিক৷
গুরুতর আহত বাংলাদেশি অভিবাসীর শরীরে আঘাত সারিয়ে তুলতে তার হাতে অস্ত্রোপচার করতে হয়৷ ফলে সুপার মার্কেটের কাজ করাও তার জন্য কঠিন হয়ে পড়ে৷ তাছাড়া জলপাই তোলারও কাজ করতেন তিনি৷ কিন্তু হাতের আঘাত নিয়ে সেই কাজটি করাও তার জন্য সম্ভব ছিল না৷
পরে বাংলাদেশি অভিবাসী আইনের আশ্রয় নেয়৷ ওই গ্রিক নাগরিকের বিরুদ্ধে শুরু হয় বিচার৷ ২০২১ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে অস্ত্রের ব্যবহার করার অভিযোগে সাত বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত৷ পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়৷
এরপর আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন ওই গ্রিক নাগরিক৷ সম্প্রতি আপিল আদালতের দেয়া রায়ে তার সাজা কমিয়ে তিন বছর করা হয়েছে৷
Related News

পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More