Main Menu

কাতারে নিয়োগ পাবেন বাংলাদেশি ১১২৯ সেনা সদস্য

নিউজ ডেস্ক:
কাতারে নিয়োগ পাবেন বাংলাদেশের ১ হাজার ১২৯ জন সেনা সদস্য। এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে বাংলাদেশেল মন্ত্রিসভা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে এরকম একটি চুক্তি আছে। এর আওতায় ৫ হাজার সেনা সদস্য সেখানে কাজ করেন। একইভাবে কাতারের সঙ্গেও আজকে একটি চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়েছে। এর আওতায় সশস্ত্র বাহিনীর ১ হাজার ১২৯ জন সদস্য ডেপুটেশনে (প্রেষণ) কাতারে কাজ করবেন।
তিনি আরও বলেন, এ চুক্তির মেয়াদ হবে সাধারণত পাঁচ বছর। তবে, এটি অটোমেটিক্যালি রিনিউ হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *