বিশ্বনাথের আল মদিনা হাফিজিয়া দাখিল মাদরাসায় পাগড়ী বিতরণ
নাজমুল ইসলাম মকবুল:
বিশ্বনাথের আল মদিনা হাফিজিয়া দাখিল মাদরাসার উদ্যোগে হাফেজে কোরআনদের মধ্যে পাগড়ী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার মাদরাসার এতিমখানা মাঠে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব¦ ছমরু মিয়া ও আলহাজ্ব সমুজ আলী চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলা ডক্টর আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
মাদরাসার সুপার মাওলানা নজরুল ইসলাম ও ফয়জুল হক নোমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ভারতের উজানডিহির পীর মাওলানা সৈয়দ খালেদ আহমদ মাদানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মুফতি এ.কে.এম মনোওর আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, হাসিমী মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা এম এ হাসিম, সৎপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মোঃ নুমান, বিশ্বনাথ কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুমান আহমদ, কামাল বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান সামছুজ্জামান সমছু, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, বড়তলা দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী হিরা মিয়া, মাস্টার আজম আলী, গোলাম আজম মনজু, মখলিছুর রহমান, আলতাব আলী মেম্বার, গয়াছ আহমদ চৌধুরী, লুদু মিয়া চৌধুরী, রফিক মিয়া মেম্বার, আনোয়ার মিয়া, মাসুক মিয়া, সামসুদ্দিন, জিতু মিয়া প্রমূখ।
মাহফিলে ৮জন হাফেজে কোরআনকে পাগড়ি ও ৬জন হাফেজাকে বুরকা ও উপহার সামগ্রী এবং বিগত দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়।
শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More