লিবিয়াকে টহল নৌযান দিল ইতালি
নিউজ ডেস্ক:
ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার ও নজরদারি বাড়াতে লিবিয়াকে একটি টহল নৌযান দিয়েছে ইতালি৷ গত সোমবার ইতালির উত্তর-পূর্বে ভেনিসের দক্ষিণে রোভিগো প্রদেশের ভিটোরিয়া শিপইয়ার্ডে এস-এলসিজি মডেলের নৌযানটি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়৷
এসময় ইতালির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা এলমানগৌশ এবং ইইউ কমিশনার ফর নেবারহুড অ্যান্ড এনলার্জমেন্ট অলিভিয়ার ভরহেইলি উপস্থিত ছিলেন।
জানা গেছে, ইইউ’র নেয়া প্রকল্প ‘লিবিয়ায় সমন্বিত সীমান্ত ও অভিবাসন ব্যবস্থাপনা’-এর আলোকে এই নৌযানটি দেয়া হয়েছে৷ লিবিয়াকে দেয়া নৌযানটি দৈর্ঘ্য প্রায় ২০ মিটার এবং ৬ মিটার চওড়া৷ এর ধারণ ক্ষমতা ২০০ জন৷ এরকম দুটি নৌযান ইতালির কোস্ট গার্ডরাও ব্যবহার করছে৷
কাঠ ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি নৌযানটি ডুববে না এবং নিজের সমতা নিজেই রক্ষা করতে সক্ষম৷ নৌযানটির নকশা এবং নির্মাণের দায়িত্বে ছিল ইতালির ভেনেটোকেন্দ্রিক একটি প্রতিষ্ঠান৷
এর আগে গেল বছল ২০২২ সালের জুনে নিলামের মাধ্যেম ভিট্টোরিয়া শিপইয়ার্ড এরকম তিন নৌযান তৈরিতে ইতালির কোস্টগার্ড এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি সই করে৷ প্রতিটির মূল্য ধরা হয়েছে ৮ মিলিয়ন ইউরো৷ বাকি দুটি চলতি বছরের শেষ নাগাদ সরবরাহ করার কথা রয়েছে৷
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More